শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

নতুনের কেতন উড়লো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

লেখা ও ছবি : মাহমুদুল হাসান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-’২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার নবীন শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেছেন, ‘তোমরা প্রত্যেকে যে অধ্যাবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য এই ক্যাম্পাসে আসতে সক্ষম হয়েছ, একই প্রত্যয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে বলে আমরা আশাবাদী। সুখী-সমৃদ্ধ এই বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে তোমরা।’ উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন, ‘দেশ ও জাতির স্বপ্ন পূরণের কারিগর হবে।’

র‌্যাগিং বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের কোনো ইতিহাস নেই। আমরা এমন কোনো কাজের সবসময় বিরোধী। যেকোনো অন্যায়ের প্রতিবাদে মুখর। যদি কোনো ধরণের কোনো অভিযোগ পাওয়া যায়, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সব বিভাগে নবীনবরণ হয়েছে। কোনো, কোনো বিভাগে ক্লাস শুরু হয়েছে। এই উপলক্ষ্যেই সকাল থেকে নবীন শিক্ষার্থীদের আগমন ঘটেছে ক্যাম্পাসে।
কেউ, কেউ আগের দিন সোমবার ক্যাম্পাসে এসেছেন।
হলে বড়ভাই, বোনদের কাছে থেকেছেন।
আত্মীয়স্বজনের বাসায় ছিলেন।
সব নতুন শিক্ষার্থীকে নিজ, নিজ বিভাগ বিভিন্নভাবে বরণ করে নিয়েছে।
বিভাগের বাইরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও তাদের বরণ করে নিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ২৫ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের পরীক্ষায় তিন ইউনিটে মোট ২ লক্ষ ৭৮ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী অংশ নেন।
তিনটি ইউনিটে তাদের আসন সংখ্যা ৪ হাজার ২০টি।
সে হিসেবে এবার ১২টি অনুষদের আওতায় ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে প্রায় ৪ হাজার শিক্ষার্থী মতিহারের সবুজ ক্যাম্পাসে এসেছেন।
ক্লাস শুরু হলেও অন্তত ১০০টি আসন এখনও ফাঁকা রয়েছে বলে জানা গেছে। সেগুলোও আগামী ১৫ দিনের মধ্যে পূরণ হয়ে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকাল থেকেই দেখা যায়, নতুন শিক্ষার্থীদের আগমনবাণী। নতুন জামা-কাপড় পরে তারা ক্যাম্পাসে এসেছেন। সঙ্গে, সঙ্গে তারা তাদের নিজ, নিজ বিভাগে গিয়ে উপস্থিত হয়েছেন ও সেলফি ইত্যাদি তুলেছেন। পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শিক্ষকদের সঙ্গে আলাপ করেছেন।
নবীনবরণের পর অধিকাংশ বিভাগের ক্লাস শুরু হয়েছে।
প্রত্যেক বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণে ছোট্ট আয়োজন করেছে। মিষ্টি খাইয়ে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।
বিভাগের বড় ভাই-বোনেরা এসেছেন।
বিভিন্ন সংগঠনও তাদের সঙ্গে পরিচয় হতে এসেছে।
ওরিয়েন্টেশন ক্লাস শেষে শিক্ষার্থীরা দলবেঁধে ক্যাম্পাসে বের হয়েছেন।
প্যারিস রোড, শহীদ জোহা চত্বর, শহীদ মিনারসহ বিভিন্ন ভাস্কর্যের সামনে তারা সেলফি তুলেছেন।
কোনো, কোনো সংগঠনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করতে দেখা গেছে।
সারা ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের হাতে ফুল, নতুন ফাইলপত্র সেই সঙ্গে চোখে-মুখে ছিলো উচ্ছ্বাস। তাদের পেয়ে সবাই দারুণ খুশি।
বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হয়েছেন মো. সোহান। তিনি বলেছেন, ‘আমার এই রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশও দেখার মতো। প্রথম দিন আমার খুব ভালো কেটেছে।’
রসায়ন বিভাগে ভর্তি হওয়া আবির ইসলাম গতকাল সোমবার রাজশাহীতে এসেছেন। তার বাড়ি কিশোরগঞ্জে। বলেছেন, ‌‘গতকাল বিকেলেই ক্যাম্পাস ঘুরেছি। আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য্যে আমরা বিমোহিত।’
আইন বিভাগে ভর্তি হওয়া আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমার নবীনবরণের পর প্রথম ক্লাসটি শুরু হয়েছে বেলা ১২টায়। বিভাগের অধ্যাপকরা আমাদের বরণ করে নিয়েছেন। ফুল তুলে দিয়েছেন হাতে, হাতে। বিভাগের বড় ভাই-বোনেরা এসে আমাদের সঙ্গে কথা বলেছেন।’ অনেক সময় কাটিয়ে বিকেলে তিনি মেসে ফিরেছেন। তিনি হলে উঠবেন।
ওএফএস।

Header Ad
Header Ad

দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

ছবি: সংগৃহীত

চলতি এপ্রিলজুড়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৪ এপ্রিল) মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার অনুমোদিত বিভিন্ন আবহাওয়া মডেল ও বিশ্লেষণের ভিত্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশে ২ থেকে ৪টি মৃদু (৩৬-৩৭.৯°C) অথবা মাঝারি (৩৮-৩৯.৯°C) তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র (৪০-৪১.৯°C) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া মাসজুড়ে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হলে ওই অঞ্চলের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, চলমান তাপপ্রবাহের পরিধি আজ থেকে আরও বাড়তে পারে। তবে ৫ বা ৬ এপ্রিল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, যা তাপমাত্রা কিছুটা কমাতে সহায়ক হবে।

Header Ad
Header Ad

হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের শীর্ষ নেতৃত্বের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

ভারতের বার্তা সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয়।

বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীলতা, শান্তিপূর্ণ পরিবেশ, প্রগতি এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বলে জানান মিশ্রি। তিনি বলেন, ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে।

এছাড়া, মোদি পরিবেশের ক্ষতি করে এমন কোনো বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও আলোচনায় উঠে এসেছে।

Header Ad
Header Ad

মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার

ছবি : ঢাকাপ্রকাশ

শুল্ক আরোপ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে তার নতুন শুল্ক নীতি। এর প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে কানাডা।

প্রধানমন্ত্রী কার্নি বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সমস্ত যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা CUSMA (যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি) মেনে চলে না।"

এর আগে, বুধবার ট্রাম্পের ঘোষিত বৈশ্বিক শুল্ক নীতির আওতায় কানাডা অব্যাহতি পেয়েছিল। তবে নতুন নীতির ফলে মোটরগাড়ি শিল্প, ইস্পাত, অ্যালুমিনিয়ামসহ অন্যান্য পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় এবার পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা।

ট্রাম্পের বাণিজ্য নীতির কঠোর সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, "ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ভেঙে ফেলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কানাডা যুক্তরাষ্ট্রের স্থাপিত বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার ওপর নির্ভর করছিল, যার এখন অবসান ঘটছে।"

তিনি আরও বলেন, "৮০ বছর ধরে যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনৈতিক নেতৃত্ব ধরে রেখেছিল, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছিল। কিন্তু এই শুল্ক নীতির মাধ্যমে সেই অধ্যায় শেষ হচ্ছে।"

এদিকে, শুল্ক ইস্যুতে গত সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন কার্নি। আলোচনায় তারা আগামী ২৮ এপ্রিল কানাডার নির্বাচনের পর ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসার বিষয়ে একমত হয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু