নতুনের কেতন উড়লো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
লেখা ও ছবি : মাহমুদুল হাসান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-’২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার নবীন শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেছেন, ‘তোমরা প্রত্যেকে যে অধ্যাবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য এই ক্যাম্পাসে আসতে সক্ষম হয়েছ, একই প্রত্যয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে বলে আমরা আশাবাদী। সুখী-সমৃদ্ধ এই বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে তোমরা।’ উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন, ‘দেশ ও জাতির স্বপ্ন পূরণের কারিগর হবে।’
র্যাগিং বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের কোনো ইতিহাস নেই। আমরা এমন কোনো কাজের সবসময় বিরোধী। যেকোনো অন্যায়ের প্রতিবাদে মুখর। যদি কোনো ধরণের কোনো অভিযোগ পাওয়া যায়, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সব বিভাগে নবীনবরণ হয়েছে। কোনো, কোনো বিভাগে ক্লাস শুরু হয়েছে। এই উপলক্ষ্যেই সকাল থেকে নবীন শিক্ষার্থীদের আগমন ঘটেছে ক্যাম্পাসে।
কেউ, কেউ আগের দিন সোমবার ক্যাম্পাসে এসেছেন।
হলে বড়ভাই, বোনদের কাছে থেকেছেন।
আত্মীয়স্বজনের বাসায় ছিলেন।
সব নতুন শিক্ষার্থীকে নিজ, নিজ বিভাগ বিভিন্নভাবে বরণ করে নিয়েছে।
বিভাগের বাইরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও তাদের বরণ করে নিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ২৫ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের পরীক্ষায় তিন ইউনিটে মোট ২ লক্ষ ৭৮ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী অংশ নেন।
তিনটি ইউনিটে তাদের আসন সংখ্যা ৪ হাজার ২০টি।
সে হিসেবে এবার ১২টি অনুষদের আওতায় ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে প্রায় ৪ হাজার শিক্ষার্থী মতিহারের সবুজ ক্যাম্পাসে এসেছেন।
ক্লাস শুরু হলেও অন্তত ১০০টি আসন এখনও ফাঁকা রয়েছে বলে জানা গেছে। সেগুলোও আগামী ১৫ দিনের মধ্যে পূরণ হয়ে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকাল থেকেই দেখা যায়, নতুন শিক্ষার্থীদের আগমনবাণী। নতুন জামা-কাপড় পরে তারা ক্যাম্পাসে এসেছেন। সঙ্গে, সঙ্গে তারা তাদের নিজ, নিজ বিভাগে গিয়ে উপস্থিত হয়েছেন ও সেলফি ইত্যাদি তুলেছেন। পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শিক্ষকদের সঙ্গে আলাপ করেছেন।
নবীনবরণের পর অধিকাংশ বিভাগের ক্লাস শুরু হয়েছে।
প্রত্যেক বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণে ছোট্ট আয়োজন করেছে। মিষ্টি খাইয়ে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।
বিভাগের বড় ভাই-বোনেরা এসেছেন।
বিভিন্ন সংগঠনও তাদের সঙ্গে পরিচয় হতে এসেছে।
ওরিয়েন্টেশন ক্লাস শেষে শিক্ষার্থীরা দলবেঁধে ক্যাম্পাসে বের হয়েছেন।
প্যারিস রোড, শহীদ জোহা চত্বর, শহীদ মিনারসহ বিভিন্ন ভাস্কর্যের সামনে তারা সেলফি তুলেছেন।
কোনো, কোনো সংগঠনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করতে দেখা গেছে।
সারা ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের হাতে ফুল, নতুন ফাইলপত্র সেই সঙ্গে চোখে-মুখে ছিলো উচ্ছ্বাস। তাদের পেয়ে সবাই দারুণ খুশি।
বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হয়েছেন মো. সোহান। তিনি বলেছেন, ‘আমার এই রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশও দেখার মতো। প্রথম দিন আমার খুব ভালো কেটেছে।’
রসায়ন বিভাগে ভর্তি হওয়া আবির ইসলাম গতকাল সোমবার রাজশাহীতে এসেছেন। তার বাড়ি কিশোরগঞ্জে। বলেছেন, ‘গতকাল বিকেলেই ক্যাম্পাস ঘুরেছি। আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য্যে আমরা বিমোহিত।’
আইন বিভাগে ভর্তি হওয়া আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমার নবীনবরণের পর প্রথম ক্লাসটি শুরু হয়েছে বেলা ১২টায়। বিভাগের অধ্যাপকরা আমাদের বরণ করে নিয়েছেন। ফুল তুলে দিয়েছেন হাতে, হাতে। বিভাগের বড় ভাই-বোনেরা এসে আমাদের সঙ্গে কথা বলেছেন।’ অনেক সময় কাটিয়ে বিকেলে তিনি মেসে ফিরেছেন। তিনি হলে উঠবেন।
ওএফএস।