বিষ প্রয়োগে কুকুর হত্যা, যবিপ্রবিকে লিগ্যাল নোটিশ
ক্যাম্পাসে বিষ প্রয়োগে কুকুর হত্যার বিচার চেয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) রেজিস্ট্রারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন খুলনা জজ কোর্টের এক আইনজীবী। সোমবার (৩ অক্টোবর) দুপুরে ডাক ও রেজিস্ট্রিযোগে এ নোটিশ পাঠান আইনজীবী ফরহাদ আববাস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আইনজীবীর মক্কেল শামীম আকন।
নোটিশে বলা হয়েছে, আমার মক্কেল একটি বেসরকারি প্রাণী সেবামূলক প্রতিষ্ঠান ‘Guardians of paws and claws (GPC) ’র সভাপতি শামীম আকন এবং এডমিন শেখ সাগরের পক্ষ থেকে জানাচ্ছি যে বিশ্বস্ত সূত্রে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানতে পারলাম যে আপনাদের ক্যাম্পাসে বিষ প্রয়োগে সুস্থ সবল ১৮টি কুকুরকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে। যা অত্যন্ত অপাশবিক এবং আইনগত দণ্ডনীয় বটে।
উক্ত ঘটনার অনুমতি প্রদান ও সহযোগিতা করে আপনারা প্রকৃতির ভারসাম্যহীনতার কারণ ঘটিয়েছেন এবং দেশের প্রচলিত প্রাণী কল্যাণ ২০১৯ এর ধারা ১১(১) ’র ব্যতয় ঘটিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে বিষ প্রয়োগে কুকুর হত্যার বিষয়টি তদন্ত পূর্বক সত্যতা যাচাই করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ পূর্বক আমাদের অবগত না করলে আমরা দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হব।
উল্লেখ্য, জলাতঙ্ক দিবস উপলক্ষে গত বুধবার যবিপ্রবি ক্যাম্পাসে সুস্থ সবল ১৮টি কুকুরকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করে গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি তাদের অজানা। তবে বিষ প্রয়োগকারী ব্যক্তি জাকির মিয়া বলেছেন, কুকুর নিধনের জন্য দুই হাজার টাকার চুক্তিতে তাকে নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের নিরাপত্তা কর্মকর্তা মুন্সি মোহাম্মদ মনিরুজ্জামানের নির্দেশনায় তিনি কুকুর হত্যা করেন।
মুন্সি মোহাম্মদ মনিরুজ্জামান এ অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমি কুকুর মারতে নির্দেশ দেয়নি। কে বা কারা মেরেছে আমি তাদের চিনি না।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত পূর্বক ককুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রনেতারাসহ দেশের বিশেষজ্ঞ মহল ও সাধারণ মানুষ।
এসআইএইচ