বঙ্গবন্ধু বাস্কেটবলে ‘টানা চারবার সেরা ইসলামী বিশ্ববিদ্যালয়’
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় এবার বাস্কেটবলে ২১টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দলকে ৭৪-৬২ পয়েন্টে হারিয়েছেন তারা।
গতকাল ২ অক্টোবর, রোববার, বিকেলে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হওয়া ফাইনালে জয়ী হয়েছে দলটি।
প্রতিযোগিতার টপ সর্বোচ্চ স্কোরার পুরস্কার পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টোফার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইউজিসির মাধ্যমে (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) ও পোলার আইসক্রিমের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিতভাবে অয়োজন করে।
চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন অসাধারণ শক্তিশালী ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আরো ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মেজবাহ উদ্দীন।
নর্থ সাউথ ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি রঞ্জিতচন্দ্র দাশ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালক ড. মোহাম্মদ সোহেল অতিথি হিসেবে মঞ্চে ছিলেন।
টানা বিজয়ী ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দলের অধিনায়ক সাকিব বলেছেন ‘এবার চতুর্থ বিজয় অর্জনে আমি খুবই খুশি। টিমের প্রত্যেকে খুব ভালো খেলায় আমরা জয় লাভ করেছি। আমরা বিজয়ের এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল বলেছেন, ‘বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় এবারও আমাদের বাস্কেটবল দল অপরাজিত থেকে স্বর্ণপদক ছিনিয়ে এনেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকে খুব আনন্দিত। আমাদের ছেলেমেয়েরা সবাই টিভিতে খেলা দেখেছে। ভবিষ্যতে পর্যাপ্ত সাপোর্ট পেলে আমাদের দলটি আরো এগিয়ে যাবে।’
ওএফএস।