রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা পাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
প্রভাষক পদে যেকোনো বিভাগে পদে আবেদনের জন্য প্রার্থীকে অনার্স ও মাস্টার্সে অন্তত ৩.৫০ সিজিপিএ লাভ করতে হবে এবং মেধাক্রমে প্রথম থেকে সপ্তম স্থানের অধিকারী হতে হবে। এর ভিত্তিতে বাকি পদগুলোতে নীতিমালা অনুসারে সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক নিয়োগ প্রদান করা হবে- এটিই হলো ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ নীতিমালা-২০২২'র মূল বিষয়।
এই নিয়োগ বিধি বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত হয়েছে।
এর আগের ২০১৭ সালের বিতর্কিত শিক্ষক নিয়োগ নীতিমালাটি বাতিল করা হয়েছে।
ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৫শ ১৬তম সিন্ডিকেট সভায় নতুন শিক্ষক নিয়োগের নিয়মটি পাশ হয়েছে।
সিন্ডিকেট সদস্য ও সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগের ভিসি অধ্যাপক ড. আবদুস সোবহানের সময় আবেদন যোগ্যতা কমিয়ে আনা হয়েছে এবং ৬৭তম অবস্থানে থেকেও প্রভাষক করার নজির স্থাপন করা হয়েছে। এই নীতিমালা নিয়ে দেশব্যাপী সমালোচনা তৈরি হয়েছে।’
তিনি আরো জানিয়েছেন, ‘আজকের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ৫০৭তম সিন্ডিকেট সভা হয়েছে গত বছরের ২০ অক্টোবর। শিক্ষক নিয়োগ নীতমালা সংস্কার করে নতুন নীতিমালা প্রণয়নে ১০ সদস্যের কমিটি করা হয়েছে। অ্যাকাডেমিক প্রো-ভিসি অধ্যাপক ড. সুলতান-উল-ইসলামকে আহ্বায়ক ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আবদুস সালামকে সদস্য সচিব করা হয়েছে। তারা নতুন নীতিমালার জন্য তখন থেকে কাজ করেছেন।’
‘তাদের কমিটি শিক্ষক নিয়োগের নতুন এই নীতিমালা প্রণয়নে ইউজিসির গাইড লাইন ও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা-২০১৫ অনুসরণ করেছেন।’
‘১০ মাস পর সিন্ডিকেট সভায় নতুন নীতিমালা পাশ করা হয়েছে।’
‘এখন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অনুমোদন করলে কার্যকর হবে।’
ওএফএস।