প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল ‘ববি শিক্ষক সমিতি’
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
‘বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র উদ্যোগে প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর সকাল ১১.৩০ মিনিটে জীবনানন্দ দাশ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবদুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।
বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ৷
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শেখ হাসিনার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্বের দরবারে বাংলাদেশকে রোল মডেল হিসাবে উন্নীত করেছেন এবং বিশ্ব সভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশী জাতির জন্য গর্ব ৷ জননেত্রীর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। এখন গবেষণা হচ্ছে কীভাবে একটি দেশ এত প্রতিকূলতা পার করে মাথাপিঁছু আয় বৃদ্ধি করছে।’
অনুষ্ঠানে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলগুলোর প্রভোষ্ট, অনুষদগুলোর ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকরা, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধান, ছাত্রলীগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
ছবি : ১. প্রধানমন্ত্রীর ছবি শিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আলপ্তগীন তুষারের আঁকা।
২. বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রধানমন্ত্রীর জন্মদিন পালন।
ওএফএস।