শিক্ষক হত্যা ও লাঞ্ছনায় অপরাধীদের জুতার মালা পরাতে হবে
নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যার ঘটনায় অপরাধীদের প্রকাশ্যে জুতার মালা পরাতে হবে। মঙ্গলবার (২৮ জুন) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশ হয়। সমাবেশে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা বলেন, শিক্ষককে লাঞ্ছনা ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়।
মিহির লাল সাহা আরো বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের পরিবারের ইতিহাস দেখতে হবে। পরিবার তাঁদের শিক্ষাদানে ব্যর্থ। তাই ঘটনার দায়ভার পরিবারকেও নিতে হবে। এমন সমাজ আমরা চাইনি। বিচারহীনতার সমাজে কখন বিচার হবে? যাঁরা বিচার করবেন, দেখা যায় যে তাঁরাই ঘটনার সঙ্গে যুক্ত।
তিনি বলেন, প্রশাসন বলছে, এ ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আগে ধরে প্রকাশ্যে জুতার মালা পরাতে হবে। তাঁদের আগে জুতার মালা পরিয়ে শিক্ষকের সামনে দাঁড় করাতে হবে। এটি হলে বিচারের প্রথম কাজ এগোবে। আজ লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে যে আমি একজন শিক্ষক।
সমাবেশে জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজল দাস বলেন, সমাজের কতটুকু অবক্ষয় ঘটলে, শিক্ষার্থীরা কোন পর্যায়ে পৌঁছালে শিক্ষককে অপমান করতে পারে! নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। যেসব শিক্ষার্থী শিক্ষকদের অপমানিত-লাঞ্ছিত করছে, তাদেরও লাগাম টেনে ধরা উচিত।
কেএম/এএজেড