টাজেসের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. হারুনর রশিদ
আসাদুল্লাহ গালিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল জেলার ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের সমিতি টাজেস (টাঙ্গাইল জেলা সমিতি)’র বনভোজন ও নতুন কমিটি হয়েছে।
শুক্রবার ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শহীদ ড. হবিবুর রহমান হল মাঠে সমিতির কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তারা নবীণবরণ, প্রবীণবিদায় দিয়েছেন। নতুন কার্যনির্বাহী কমিটি করেছেন।
২০২১-’২২ শিক্ষাবর্ষের জন্য প্রধান উপদেষ্ট হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক। গণিতের অধ্যাপক ড. মো. হারুনর রশিদ সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। কোষাধ্যক্ষ হয়েছেন ফলিত গণিতের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
বাকিরা সবাই টাঙ্গাইলের বিভিন্ন গ্রামের ছাত্র, ছাত্রী। সাধারণ সম্পাদক-ইসলামের ইতিহাস ও সংস্কৃতির মাস্টার্সের ছাত্র আমান উল্লাহ। সহ-সভাপতি দুজন-শাহাদত ও ইসরাত হুমায়রা রাত্রি। যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, মো. রাসেল মিয়া ও কাউসার চৌধুরী। সাংগঠনিক সম্পাদক-মুন্নী আক্তার মাহবুবা। যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক-মেহের আলী। যুগ্ম- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমরুল কায়েস, প্রচার সম্পাদক-বিজয় চন্দ্র। যুগ্ম-প্রচার সম্পাদক সাথী আক্তার। ছাত্র কল্যাণ সম্পাদক-পার্থ কর্মকার, ক্রীড়া সম্পাদক-ওয়াকিল আহমেদ। আব্দুর রাকিব, মেহেরুন নেসা, মেরিনা সুলতানা, ওয়াসিম আকরাম, মোবাশ্বির আহমেদসহ ১২ জন থানা প্রতিনিধি নির্বাচন করেছেন তারা।
ছবি : টাজেস সভাপতি ও সাধারণ সম্পাদক।
ওএস।