‘রাজশাহী বিশ্ববিদ্যালয়’ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেবে
বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রধান এবং উত্তরবঙ্গের সেরা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়’। অনন্য এক উদ্যোগ নিয়ে এই সরকারি বিশ্ববিদ্যালয়টি সবার সেরা হয়েছে আবারও।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মোহাম্মদ তারেক নূর তার ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক আসাদুল্লাহ গালিবকে আজ জানিয়েছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ও ব্যতিক্রম হিসেবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
“২০২১-২০২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় তার আসনগুলোতে ভর্তির জন্য আবেদনপত্রগুলো বিক্রি শুরু করবে আড়াই মাস পর ১৫ জুন ২০২২ তারিখ থেকে। বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে এই আবেদপত্রগুলো নির্ধারিত ফি’র বিনিময়ে বিজ্ঞান, বাণিজ্য, মানবিকসহ নানা মাধ্যমের ছাত্র, ছাত্রীরা সংগ্রহ করতে পারবেন।”
‘২০২২ সালের ৯ জুন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র বিক্রি করা হবে।’
‘দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা গ্রহণের এই বিশেষ সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার স্যারের কার্যালয়ের কনফারেন্স রুমে।’
‘ভিসি স্যারের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এই সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।’
‘রাজশাহী বিশ্ববিদ্যালয় তার বিজ্ঞান, মানবিক, বাণিজ্য ও মিশ্র চারটি ইউনিটে বিভাগগুলোতে আসন বন্টন হিসেবে অন্যসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষা গ্রহণ করবে।’
ওএস।