চবি ছাত্রলীগের বিজয় গ্রুপের সংঘর্ষ, আহত ৪
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের রাজনৈতিক সংগঠন বিজয় গ্রুপের নেতৃত্ব নিয়ে বাকবিতণ্ডায় নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। ব্যাপক ভাঙচুর করা হয়েছে সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের কক্ষসহ হলের কয়েকটি কক্ষ। এসময় তাদের হাতে ধারাল দেশীয় অস্ত্র দেখা যায়।
সোহরাওয়ার্দী হলে বুধবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন- সোহরাওয়ার্দী হলের করিম উদ্দিন এবং এ এফ রহমান হলেরআবদুর রহমান, পলাশ ও বখতিয়ার। বিজয় গ্রুপ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।
নেতা-কর্মীরা জানান, আলাওল ও এ এফ রহমান হলের বিজয় গ্রুপের ২০-২৫ জন কর্মী সোহরাওয়ার্দী হলে এসে হামলা চালায়। সংঘর্ষে চারজন আহত হন। নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের কক্ষসহ বেশ কয়েকটি প্রশাসনিক কক্ষ ভাঙচুর করে।
বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের চিকিৎসক মোস্তফা কামাল বলেন, ‘সংঘর্ষে চার ছাত্র আহত হয়ে আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন। সবাই মাথায় ও হাতে ব্যথা পেয়েছেন। হাতে সেলাই দিতে হয়েছে।’
সংঘর্ষের বিষয়ে জানতে বিজয় গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াসকে ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বিজয় গ্রুপের আরেক নেতা জাহিদ আওয়াল এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘ঘটনার পর আমরা হলে গিয়েছি। হলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা দেখে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
গত মঙ্গলবার (২২ মার্চ) আলাওল ও এ এফ রহমান হলের সামনে থেকে একটি শোডাউন বের হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সামনে একই গ্রুপের সোহরাওয়ার্দী হলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া দেয়। ওই সময় বেশ কয়েকজনের আহতের খবর পাওয়া যায়।
এসএন
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)