চোখ ফিল্ম সোসাইটি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব করছে
লেখা ও ছবি : নুরুল ইসলাম রুদ্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আজ সকাল ১১টা থেকে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল’র সিলেট বিভাগের আসর। চলবে আগামীকাল।
‘১৫ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’ বাংলাদেশের সিলেট বিভাগীয় সমন্বয়ক ফারিহা জান্নাত মীম জানিয়েছেন, ‘দুই দিনের উৎসবটির ছবিগুলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে দেখানো হচ্ছে। উৎসবের আরেকটি লক্ষ্য, ১৮ বছরের কম বয়সের ছেলে, মেয়েদের মধ্যে সিনেমা নিয়ে আগ্রহ তৈরি এবং তাদের মধ্যে থেকে নতুন চলচ্চিত্রকার বানানো।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের ছবিগুলো দেখাচ্ছে বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’। তারা সিলেট বিভাগের সহ-আয়োজক।
‘ফ্রেমে, ফ্রেমে আগামীর স্বপ্ন’ নামের বিখ্যাত শ্লোগানে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে শিশুদের নিয়ে ও তাদের বানানো ছবিগুলো দেখানো হয়।
নিয়মিতভাবে আয়োজন করে ‘চিলড্রেনস ফিল্ম সোসাইটি, বাংলাদেশ’। এবার তাদের সঙ্গে আছে সরকারের ‘কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ’ বা সার্টিফিকেট প্রদান নিয়ন্ত্রক কার্যালয়’।
রাজধানী ঢাকায় টানা ছয়দিন উৎসবটি চলেছে ৫ থেকে ১১ মার্চ।
সিলেট থেকে যাবে চট্টগ্রামে। বিভাগীয় শহরটিতে হবে মাসের শেষ দুটি দিন ৩০ ও ৩১ মার্চ। এরপর অন্যান্য বিভাগীয় শহরে।
প্রথম দিন আজ সকাল ১১টায় দেখানো হয়েছে বাংলাদেশের খ্যাতিমান শিশু সাহিত্যিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তী অধ্যাপক, বাংলাদেশের অন্যতম সেরা লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের বিশ্বখ্যাত উপন্যাস ‘আমার বন্ধু রাশেদ’ অবলম্বনে নামকরা চলচ্চিত্রকার ও শিশু চলচ্চিত্র আন্দোলনের প্রাণপুরুষ মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’। বেলা ২টায় দর্শকরা মিলনায়তনে দেখেছেন ভারতের গুজরাটি ভাষার ছবি ‘মাই পাপা সুপার হিরো’, বিকাল চারটা থেকে রাশিয়ার ‘লিটল ওয়ারিয়র (সুমো কিড)’। সবশেষে সন্ধ্যা ছয়টায় অস্কারজয়ী প্রবাদপ্রতীম মানুষ সত্যজিৎ রায়ের বিখ্যাত ‘হিরক রাজার দেশে’।
শেষ দিন কাল ২৪ মার্চ সকাল ১১টায় চীনের ‘কুংফু গাল’, দুইটায় নানা দেশের মোট ৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ধারাবাহিকভাবে, এরপর সুইজারল্যান্ডের সিনেমা ‘নেইবরস’, সবশেষে আমাদের ‘কাঁঠাল’।
প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সিলেট আয়োজনের উদ্বোধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ও নিয়মিত ছবি দেখছেন চোখ ফিল্ম সোসাইটির উপদেষ্টা তাদের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।
এই উৎসবের প্রতিটি ছবি বাবা-মাকে নিয়ে এসে শিশুরাসহ কিশোর-কিশোররাও বিনা পয়সায় দেখছে।
‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’র সিলেট বিভাগীয় আহবায়ক ও চোখ ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, সভাপতি ফাহিম আল হৃদয়, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর রিফাত, প্রডাকশন এডিটর ইমরুল হাসান, কার্যকরী সদস্য সাবরিনা মমতা, আরজুবিন নাসির, সোহরাওয়ার্দী শুভসহ সবাই উৎসবে কাজ করছেন।
ওএস।