গণ বিশ্ববিদ্যালয়ে ক্রিকেটের প্রথম দিন
লেখা ও ছবি : ইহসানুল কবীর আনিন
বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারী বিশ্ববিদ্যালয় সাভারের গণবিশ্ববিদ্যালয়ের ‘আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা ক্রিকেট-২০২২’ শুরু হয়েছে ২১ মার্চ। এই দিন ছেলেদের চারটি ক্রিকেট ম্যাচ হয়েছে। সবগুলো খেলাই উত্তেজনায় ভরা ছিল।
ঢাকাপ্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইহসানুল কবীর আনিন জানিয়েছেন, ‘সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট আসরে দর্শকের কোনো অভাব ছিল না। মেয়েরাও দলবেঁধে খেলাগুলো দেখতে এসেছেন। ছিলেন গণস্বাস্থ্যের নানা প্রতিষ্ঠানের ক্রীড়ামোদী কর্মীরা। ছিলেন বিভিন্ন বিভাগের অধ্যাপকরা। সকাল থেকে খেলাগুলো হয়েছে।’
মোট ১০ ওভার করে এক, একটি ম্যাচ আয়োজন করেছেন তারা।
ফলিত গণিত এবং রসায়ন ও পদার্থবিজ্ঞানের মধ্যে প্রথম ম্যাচটি হয়েছে। প্রথমে ব্যাট করতে মেনে ১০ ওভারে ১৩৭ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলেন ফলিত গণিতের ক্রিকেটাররা। তবে দারুণ এই দলটির সঙ্গে কোনোভাবেই পারেননি রসায়ন ও পদার্থবিদ্যার ছাত্ররা। তারা ৭ উইকেট হারিয়ে ফেলেন ও মোটে ৫১ রান জড় করতে পারেন। ৮৬ রানে হেরে যান। তার চেয়েও দুঃখজনক হলো, নকআউট পদ্ধতির এই ক্রিকেট প্রতিযোগিতা থেকে তারা সরে গিয়েছেন পরাজয়ে।
পরের ম্যাচটি হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও আইন বিভাগের মধ্যে। প্রথমে ব্যাট করে আইন ৯৮ রানের ভালো সংগ্রহ গড়ে তোলে। তবে তারা ভালো লড়েছেন। এর ফলে শেষ ওভারে নাটকীয় খেলা হয়েছে। তারপরও তিন উইকেটে জয় পেয়েছে সিএসই। আইন বিভাগ বাদ পড়েছে প্রতিযোগিতাটি থেকে।
তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে মাইক্রোবায়োলজি। তারা ১১৭ রানের বিশাল সংগ্রহ গড়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ফার্মাসিকে। তবে সেখানেও খুব ভালো করতে পারেননি ফার্মাসির ব্যাটসম্যানরা। মাইক্রোবায়োলজির বোলারদের নৈপুণ্য সবাইকে ব্যাটসম্যানদের মতো হতবাক করেছে। ফলে ৪২ রানে হেরে গিয়েছে ফার্মাসি। তারাও বাদ হয়ে গিয়েছেন।
শেষ ম্যাচটি হয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের মাঠে ফেজিওথেরাপি ও মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে। প্রথমে ব্যাট করতে নেমে মেডিক্যাল ফিজিক্স ১০ ওভারে ৯৪ রান করেন। এরপর খুব ভালো বল করে তারা ৮ উইকেটে জয়লাভ করেন।
ওএস।