৫ ঘণ্টা পর রাস্তা ছাড়ল ৭ কলেজের শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করেছে। মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১ টার পর শিক্ষার্থীরা নীলক্ষেতে জড়ো হয়ে এ আন্দোলন শুরু করেন, যা বিকাল ৪ টা পর্যন্ত চলে।
আগামী ২৯ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি শেষ করেন। শিক্ষার্থীরা জানান, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে তারা আবারও আন্দোলন শুরু করবেন।
এ অবরোধ কর্মসূচিতে ঢাবির অধিভুক্ত সাত কলেজের স্নাতক ১৭-১৮, ১৮-১৯ ও ১৯-২০ সেশনের শিক্ষার্থীরা অংশ নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তার ছেড়ে দেওয়ার কথা বললেও শিক্ষার্থীরা সেটা মানতে চাননি।
এরপর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান। এবং তাদের এ সমস্যার সমাধানের পথ বের করবেন এমন আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
এ সময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন বলেন, তোমাদের সঙ্গে আমার ছোট ভাই পড়ে। ২৯ তারিখে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তোমাদের এ সমস্যা সমাধান করার চেষ্টা করব। আপাতত তোমরা আন্দোলন বন্ধ কর।
আন্দোলনরত শিক্ষার্থীদের ৩ দফা দাবি
১) করোনা সংক্রমণের কারণে সিজিপিএ শর্ত শিথিল করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের (১৯-২০, ১৮-১৯, ১৭-১৮) প্রকাশিত সকল বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উত্তীর্ণ করতে হবে।
২) দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করতে হবে, ১০০ নম্বরের পরিবর্তে ৮০ নম্বরের পরীক্ষা নিতে হবে এবং ২০ নম্বর ইনকোর্স এর মাধ্যমে যোগ করতে হবে।
৩) গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এর স্থায়ী সমাধান করতে হবে।
কেএম/এএস