৩১ মার্চ নবীনবরণ বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তিতে

লেখা ও ছবি : সফিকুল আহসান ইমন
বাংলাদেশের অন্যতম প্রধান ও গুরুত্বপূণ বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীণবরণ ৩১ মার্চ হবে। এই বছরের শেষ দিন পুরো বিশ্ববিদ্যালয় তাদের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সব ছাত্র, ছাত্রীকে আনন্দ ও ভালোবাসা নিয়ে বরণ করে নেবেন বলে জানিয়েছেন ঢাকা প্রকাশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
সফিকুল আহসান ইমন আরো জানিয়েছেন, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থানের এই বিশ্ববিদ্যালয় তাদের অনাসের বিভিন্ন বিষয় ও বিবিএ শ্রেণীর ছাত্র, ছাত্রীদেরও বরণ করবে। এই জন্য ২১ মাচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরা উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুবের নিজের রুমে আলোচনা সভা হয়েছে। তাতে ছিলেন সবগুলো বিভাগের ডিন, বিভাগের প্রধান, বিশ্ববিদ্যালয়, রেজিস্টার, প্রক্টর ও শিক্ষার্থী উপদেষ্টাসহ সবগুলো হলের সব প্রভোস্ট।
সভা থেকে বেরিয়ে নবীনবরণের তারিখ জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রক্টর মো. মোরাদ হোসেন। বলেছেন, ‘আমাদের এই ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা ছাত্র, ছাত্রীদের বরণ করে নেব।’ তিনি আরো জানিয়েছেন, ‘এরপর বিভাগের সভাপতিদের মাধ্যমে সবগুলো বিভাগ শ্রেণী পাঠদান শুরু করবে।’
সভা থেকে বেরিয়ে এই প্রতিবেদককে শিক্ষার্থী উপদেষ্টা অধ্যাপক ড. সরাফত আলী বলেছেন, ‘ভিসি স্যারের মিটিংয়ে আমাদের ওরিয়েন্টশন কমিটি করে দেওয়া হয়েছে।’
ওএস।
