বাকৃবির পূবালী ব্যাংক লকার থেকে স্বর্ণ গায়েব, তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পূবালী ব্যাংক শাখার লকার থেকে ১৫ ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ উঠেছে।
সোমবার (২১ মার্চ) বিকালে এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত পরিচালক মো. শফি উল্লাহ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অভিযোগকারী শফি উল্লাহ ভাষ্য, ২০১৯ সালের ৪ এপ্রিল তার স্ত্রী ব্যাংকের ৬৪ নং লকারে ১৫ ভরি স্বর্ণ সংরক্ষণ করেন। এরপর থেকে আর লকার খোলা হয়নি। কিন্তু গত রবিবার (২০ মার্চ) ব্যাংকের লকার খুলে তার স্ত্রী দেখতে পান, সেখানে স্বর্ণ নেই। তখন বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানালে বিষয়টি তাদের জানা নেই বলে জানান।
অপরদিকে, ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনিসুর রহমান জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) দুপুরে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বাকৃবির প্রক্টর প্রফেসর ড. মহির উদ্দিন, ব্যাংক কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
এমএসপি
