ভলিবলে দুবার টানা চ্যাম্পিয়ন রাজনীতি ও প্রশাসন, মেয়েদের সেরা সমাজবিজ্ঞান ও সমাজকর্ম
লেখা ও ছবি : ইহসানুল কবীর আনিন
বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয়। তাদের ‘আন্তবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা’র ছয়টি ইভেন্টের দুটির ফাইনাল হয়েছে গতকাল রোববার ২০ মার্চ। দুপুরে কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনালগুলো হয়েছে ছেলে ও মেয়েদের। এগুলো ছিল ‘ভলিবল’। তাতে ছেলেদের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
প্রথম রাউন্ডে ‘ফার্মাসি’কে ২৫-১৫ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন ‘রাজনাতি ও প্রশাসন’ বিভাগের খেলোয়াড়রা। পরের রাউন্ডে খেলায় ফিরে আসে ফার্মাসি দারুণভাবে। তারা খুব ভালো খেলে ৩০-২৯ রাউন্ডে এগিয়ে যান। মোটে এক রাউন্ডে হেরে আবার খেলায় অসাধারণভাবে এগিয়ে যায় রাজনীতি ও প্রশাসন। কিন্তু তাদের এতটুকু ছাড় দেননি ফার্মাসির প্রাণপণে খেলে যাওয়া ভলিবল খেলোয়াড়রা। দশকরা চমকপ্রদ খেলা দেখতে থাকেন। মোটে ২ পয়েন্টে জিতেছে ফাইনাল রাউন্ডে রাজনীতি ও প্রশাসন বিভাগ। তাতে ফার্মাসি হেরেছে তাদের কাছে ১৭-১৫ পয়েন্টের ব্যবধানে। এর ফলে পরপর দুইবার ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে রাজনীতি ও প্রশাসন বিভাগ।
তবে মেয়েদের ফাইনালটি একপেশে হয়েছে। গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে একই দিন ২০ মার্চ, রবিবার ফাইনাল রাউন্ড হয়েছে মেয়েদের ভলিবলের। শক্তিশালী ‘সমাজবিজ্ঞান ও সমাজকর্ম’ বিভাগের মেয়েরা ‘মাইক্রোবায়োলজি’কে প্রথম রাউন্ডে খেলতেই দেননি। তারা প্রথম রাউন্ডে ২৫-১-এর বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছেন। তবে তাতে হতাশ না হয়ে খেলেছেন মাইক্রোবায়োলজির মেয়েরা মনোযোগ দিয়ে। তারা খেলাকে ভালোবেসে, নিজেদের ক্রীড়ানৈপুণ্যে আবার খেলায় ফিরে আসেন এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্মকে হারিয়ে দিয়ে সবাইকেই খুশি করেন। এই দ্বিতীয় রাউন্ডে তারা ২৬ পয়েন্ট পেয়েছেন, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম পেয়েছে ২৪ পয়েন্ট। তবে ভালো খেলোয়াড়দের মেয়েদের দলটি শেষ রাউন্ডে আবার নিজেদের শক্তি দেখিয়েছে সবাইকে। তারা ২৫ পয়েন্ট নিয়েছেন। ঠেকিয়ে দেওয়ায় ৩ পয়েন্ট মোটে লাভ করেছেন মাইক্রোবায়োলজির মেয়েরা। তারা হয়েছেন রানার-আপ। চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।
দর্শকের মধ্যে দুটি খেলাতেই ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র, ছাত্রীরা।
ওএস।