চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফেইসবুকে পোস্টের জন্য নোটিশ

লেখা : জুনায়েদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ফেইসবুকের ‘সিইউ ডাক মেমেজ (CU Dark Memes) নামের একটি পেইজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আক্তারকে উদ্দেশ্য করে একটি আপত্তিকর ও কান্ডজ্ঞানহীন পোস্ট ছাড়া হয়েছে।
আপলোডকারীকে খুঁজে বের করে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে জানানো হয়েছে। ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. এস. এম. মনিরুল ইসলাম বলেছেন, ‘একজন উপাচার্য ও বাংলাদেশের সম্মানিত নাগরিককে হেয় করে আপত্তিকর পোস্ট দেয়া রুচিকর মানুষের কাজ বলে আমি মনে করি না। ভবিষ্যতে যাতে না ঘটে না ও মানুষকে যেন মানুষই ভাবা হয় সেজন্য নোটিশটি দেয়া হয়েছে। এটি জনসচেতনতামূলক নোটিশ।’
ওএস।
