ওয়েব পেইজে চবি উপাচার্যকে নিয়ে আপত্তিকর পোস্ট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে হেয় করে ওয়েব পেইজে একটি পোস্ট দেওয়া হয়েছে।
‘CU Dark Memes’ নামে একটি ওয়েব পেইজে ওই পোস্ট দেওয়া হয়েছে।
এরই মধ্যে অনাকাঙ্খিত পোস্টদাতাকে খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
রবিবার (২০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোটিশটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল ইসলাম বলেন, একজন সম্মানিত মানুষকে হেয় প্রতিপন্ন করে আপত্তিকর পোস্ট দেওয়া আমি রুচিশীল মানুষের কাজ বলে মনে করি না। এটা যাতে ভবিষ্যতে না হয়, মানুষ কে যেন মানুষ ভাবা হয় সেজন্য নোটিশ দেওয়া হয়েছে। এটা একটা সচেতনতামূলক নোটিশ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি করে থাকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন শিক্ষককে যদি শিক্ষার্থীরা সম্মান না দেয় তাহলে এটা তো ঠিক না। যতই ক্ষোভ থাকুক এটা তো বিশ্বিবদ্যালয়ের প্রশাসনের কাউকে জানানো উচিত ছিল বলে আমি মনে করি।
গত বৃহস্প্রতিবার (১৭ মার্চ) চবি সমাজ বিজ্ঞান অনুষদ শিক্ষক লাউঞ্জের টেবিল বয় মোহাম্মদ নজরুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৯ মার্চ ‘CU Dark Memes’ নামে একটি ওয়েব পেইজে এসব আপত্তিকর, অসম্মানজনক পোস্ট দেওয়া হয়। নজরুল ইসলাম নামে ওই কর্মচারী দীর্ঘদিন ধরে শিক্ষক লাউঞ্জে টেবিল বয় হিসেবে কাজ করছেন। তার চাকরির মেয়াদ শেষ পর্যায়ে। আর্থিক অস্বচ্ছলতার কারণে তার মেয়ের বিয়ে অনুষ্ঠান বাইরে কোনো কমিউনিটি সেন্টার ভাড়া করতে অপারগতা প্রকাশ করে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন বরাবর দরখাস্ত দেন লাউঞ্জ ব্যবহারের অনুমতি চেয়ে। ডিন মানবিক কারণ বিবেচনা করে অনুষ্ঠানে আসা অতিথিদের আপ্যায়নের জন্য শুধু লাউঞ্জ ব্যবহারের অনুমতি দেন। কিন্তু অডিটরিয়াম ব্যবহারের কোনো অনুমতি দেননি। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হবার পর ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানের সময় উপাচার্য চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন।
এসএন