বঙ্গবন্ধুর জন্মদিনে দোয়া করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়
লেখা ও ছবি : রায়হান মাহবুব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’-এ বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার ডাক দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও ‘জাতীয় শিশু দিবস’টি তাদের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম উদ্বোধন ও নেতৃত্ব দিয়েছেন।
কুষ্টিয়ার বিরাট ক্যাম্পাসে সকাল ১০টায় মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে শুরু করেন তিনি। এরপর শান্তির প্রতীক পায়রা আকাশে উড়িয়ে দিয়েছেন।
তারপর তারা সবাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত গবেষণা উচ্চমাধ্যমিক বিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অনেক শিশু-কিশোর ছাত্র, ছাত্রীকে নিয়ে শুরু করেন দিবসের বিশেষ র্যালি। হাতে বেলুন নিয়ে খুব খুশি হয়ে তারা এগিয়ে গিয়েছে সবার সামনে থেকে। সেগুলো ছিল তাদেরই মতো বর্ণিল। সবার সঙ্গে তারা গেয়েছে গান, ‘শুভ, শুভ, শুভদিন; মুজিব তোমার জন্মদিন’ গানটি। এরপর র্যালি ঘুরে এসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর্যালে শ্রদ্ধা জানিয়ে শেষ হয়। শিশুদের উপহার দেওয়া হয়, বেলুন ও খাবার।
মৃত্যুঞ্জয়ী মুজিব স্মৃতিফলকে শ্রদ্ধা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের গড়া ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, হলগুলোর ছাত্রলীগ শাখা, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নানা ধরণের স্বেচ্ছাসেবী সংগঠন।
শিশু দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শিশুদের জন্য কেক কাটা ও বিতরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী, শিক্ষকরা এবং ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজটির ছেলেমেয়েদের নিয়ে নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির আবাসিক হল মিলনায়তনে ছাত্রলীগ আলোচনা ও দোয়ার আয়োজন করেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর পবিত্র শবে বরাতের রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ঘাতকের নির্মম গুলিতে নিহত হয়ে মারা যাওয়ার ঘটনায় গভীর দুঃখ ও ব্যথা নিয়ে শোক প্রকাশ করা হয়েছে। বিশেষ মোনাজাত করা হয়েছে। তাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ১৭ মার্চ উদযাপন কমিটি’র আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান অংশ নিয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মসজিদগুলোতে ছাত্রলীগ বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে।
ওএস।