বাউয়েটে খেলার পুরস্কারগুলো বিতরণ
‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-বাউয়েট’র করোনা ভাইরাসের আক্রমণে মহামারি কভিড ১৯ রোগে ঘরবন্দী থাকার সময় আয়োজিত ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালনের জন্য ঘোষিত ‘মুজিববর্ষ’ ও ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ পালনানুষ্ঠানের অংশ হিসেবে প্রতিযোগিতাটি করা হয়েছিল।
জাঁকজমকের সঙ্গে অনলাইনে আয়োজিত নানা ধরণের খেলাধুলা যেমন সফটওয়্যার শোকেসিং ইত্যাদিতে বিজয়ীদের পুরস্কারগুলো প্রদান করেছেন বাউয়েট ভিসি ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. মোস্তফা কামাল।
বাউয়েট মিলনায়তন স্কাই লাইট হলে তিনিসহ অন্য শিক্ষকরা পুরস্কার দিয়েছেন গতকাল ১৮ মার্চ, ২০২১ তারিখে।
ছাত্র, ছাত্রীদের পুরস্কার দিতে পেরে অত্যন্ত খুশি প্রধান অতিথি ও বাউয়েট ভিসি বলেছেন, ‘আমরা তোমাদের ঘরে বন্দী থেকে মন খারাপ না করতে, নানা ধরণের মানসিক রোগে আক্রান্ত না হতে দিতে ও মেধার বিকাশে, শরীরের উৎকর্ষ সাধণে এই প্রতিযোগিতাগুলোর আয়োজন করেছি। ক্রীড়া মানুষের শরীরের বিকাশ ঘটায়, তার মনকেও প্রফুল্ল রাখে। তাছাড়াও ছাত্র, ছাত্রীদের নানা ধরণের সুপ্ত প্রতিভার বিকাশের জন্য খেলাগুলোর কোনো বিকল্প নেই। তোমাদের এত প্রতিভা আছে জেনে আমি সত্যিই খুশি। আমরা আগামীদের আরো নানা ধরণের, বড় আকারের প্রতিযোগিতা করব।’ ভিসি স্যারের এই ঘোষণায় শিক্ষকরাও তুমুল হর্ষধ্বনিতে যোগ দিয়েছেন।
বাউয়েটের রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন (অব.), প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল আমিন, অনুষদগুলোর ডিন, বিভাগীয় প্রধানরা, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে তিনি এরপর পুরস্কারগুলো তুলে দেন।
ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করেছেন বাউয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল আমিন।
ওএস।