বঙ্গবন্ধুর জন্মদিনে গণস্বাস্থ্যের আনেক আয়োজন

লেখা ও ছবি : ইহসানুল কবির আনিন, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১শ ২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ উপলক্ষ্যে অনেক কিছু করেছে।
সকালে বঙ্গবন্ধু স্মৃতিফলকে ফুল দিয়েছেন ডা. মাহবুব জোবায়ের সোহাগের নেতৃত্বে। এরপর তাদের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের উদ্যোগে রক্তদান কর্মসূচি, আলোচনা ও ছাত্র, ছাত্রীদের সাংস্কৃতিক আয়োজন। সবার শেষে তারা তার জন্মদিনের কেক কেটে খেয়েছেন সবাই মিলে।
গণস্বাস্থ্য কেন্দ্রের আছে বঙ্গবন্ধু চত্বর। সেখানে শিশু-কিশোরদের ছবি আঁকা, ছড়া পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে। সবই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে।
শিশু থেকে দশম শ্রেণীর ছাত্র, ছাত্রীরা তিনটি বিভাগে অংশ নিয়েছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার তো পেয়েছেনই, অংশগ্রহণ করা সবার জন্যই ছিল বিশেষ পুরস্কার। পুরস্কার দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র স্বাস্থ্য পরিচালক ডা. রেজাউল হক।
ছিলেন কেন্দ্রের কাউন্সিল সভাপতি ও স্বাস্থ্যখাতের অর্থ ব্যবস্থাপক শেখ মো. কবির, গণস্বাস্থ্যের স্বাস্থ্য কার্যক্রমের অর্থ ব্যবস্থাপক মোহাম্মদ রাজীব মুন্সি। অংশগ্রহণ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্র ক্যাম্পাসের অধিবাসী ও সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ছাত্র, ছাত্রী, শিক্ষক, চিকিৎসকরা।
ওএস।
