‘তিনি আমাদের প্রেরণার উৎস’-বাউয়েট ভিসি
১৭ মার্চ ২০২২, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের ‘বাংলাদেশের স্থপতি’র ১শ ২তম জন্মদিন ও তার মেয়ের সরকারের ঘোষিত জাতীয় শিশু দিবসটি পালন করেছে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যন্ড টেকনোলজি (বাউয়েট)’।
সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবন প্লাজা থেকে ছাত্র-শিক্ষক সবার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি গুরুত্বপূর্ণ সড়ক ও কদমতলা মোড় ঘুরে আবার ফিরে আসে।
এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটির স্কাইলাইট হলে আলোচনা সভা হয়েছে। আয়োজনে থেকেছেন বাউয়েটের নানা বিভাগের অধ্যাপক ও ছাত্র, ছাত্রীরা। তারপর তারা বঙ্গবন্ধুর ওপর তৈরি প্রামাণ্যচিত্র দেখেছেন।
সব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. মোস্তফা কামাল।
আলোচনায় তিনি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তিনি আমাদের প্রেরণার উৎস।’
তাদের এই আলোচনা সভাটি উপস্থাপনা করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে আরো আলোচনা করেছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যন্ড টেকনোলজি (বাউয়েট)’ কোষাধ্যক্ষ কর্ণেল (অব.) মোহাম্মদ হামিদুল হক, পিএসসি, রেজিস্ট্রার শেখ শামীম হোসেন, আইন ও বিচার বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, গণিতের প্রধান, সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দীন, পুরকৌশল বিভাগের প্রভাষক রিমা পারভীন, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অফিস সহায়ক কাজল মাহমুদ, শিক্ষার্থী সাফা তাবাসসুম এবং রুবাইয়াত অনিক।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রারসহ সব বিভাগের প্রায় সব শিক্ষক, ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ করা হয়েছে।
রাতে ক্যাম্পাসে আলোকসজ্জা হয়েছে।
ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স মেস, আবাসিক হলগুলোতে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে।
ওএস।