বিজকেসে সেরা বিউপি, এরপর রাজশাহী ও শাবিপ্রবি
লেখা : আতোয়ার রহমান
ছবি : জান্নাতী বেগম
ময়মনসিংহের ত্রিশালে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সেখানে আছে অসাধারণ একটি ক্লাব। নাম ‘স্কিল ডেভেলপমেন্ট ক্লাব’। তারা আয়োজন করেছিলেন বিরাট একটি ইভেন্ট। নাম ‘বিজকেস-২০২০’। সারা দেশের মোট ৫৫টি বিশ্ববিদ্যালয়ের ৩শ ৭০টি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতাতে। জাতীয় এই প্রতিযোগিতায় খুব সাড়া পড়েছে, সবাই খুব উৎসাহিত হয়ে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে এই মার্চে হয়ে গেল ফাইনাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচায ড. সৌমিত্র শেখর।
সেখানে বিচারক হিসেবে এসেছেন বাংলাদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সেরা অধ্যাপক ও পেশাজীবিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, ব্যবস্থাপনার অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, লংকাবাংলা ফাইনান্সের ব্রান্ড মাকেটিং ও কমিউনিকশনের এভিপি, সোআপের প্রধান নিবাহি কমকতা পারভেজ হোসাইন, গ্রামীণ ফোনের মিডিয়া অ্যান্ড স্পন্সরশিপ বিভাগের প্রধান শিকদার আখতার-উজ-জামান।
তারা সবাই সারা দিনের আয়োজনগুলোতে অংশ নিয়েছেন।
বিজকেস নামের ব্যবসায় ধারণার এই প্রতিযোগিতাতে আরো বক্তব্য রেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জালাল উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর প্রমুখ।
এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের প্রধান ড. তপন কুমার সরকার, স্কিল ভেলপমেন্ট ক্লাবের উপদেষ্টা আলভী রিয়াসাত মালিক, আরিফ আহমেদ প্রমুখ।
বিজকেসে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশনালস বা বিউপির শিক্ষাথীদের দল টিম ‘গেম প্ল্যান’, প্রথম রানার-আপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিম ব্রোমোসাপিয়ানস, দ্বিতীয় রানার-আপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম আনসলভড’।