বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে ববি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে হামলার শিকার হয় ববি’র দুই সংবাদকর্মী।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নীচতলায় এ ঘটনা ঘটেছে।
আহত দুজন সংবাদকর্মীর নাম আজম খাঁন (দৈনিক আজকের বার্তা) এবং তারিকুল ইসলাম (সময় জার্নাল)। তারা শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছেন।
হামলায় আহত আজম খাঁন (আবির) বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিটি মেয়র অনুসারী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী অনুসারীদের পাল্টাপাল্টি কর্মসূচি পালনকালে সংঘর্ষ হয়। এ সময় ভিডিও ধারণের একপর্যায়ে বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী ও সিটি মেয়র অনুসারী আল সামাদ শান্তসহ ৩-৪ জন শিক্ষার্থী ভিডিও ধারণের মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী নিয়ে যান। পরবর্তীতে সেটি আনতে গেলে আমাদের ওপর এলোপাতাড়ি মারধর করেন।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, সংঘর্ষ নয়, তবে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে। আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এক সংবাদকর্মীর মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে সেটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আহতদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
এমএসপি