শুরু হলো পরিবেশ বিজ্ঞান ক্লাবের
চালু হয়েছে পরিবেশ বিজ্ঞান ক্লাবের। তাদের সদস্যরা সবাই ‘এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’ বা ‘পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা’ বিভাগে পড়েন। বিভাগের ক্লাবটি ভর্তি হবার পর থেকেই শুরু করতে চেয়েছিলেন বলে জানালেন মেহেদী হাসান। তিনি এনভায়রমেন্টাল সায়েন্স ক্লাব বা ‘ইএসসি’র সাধারণ সম্পাদক। ২০১৬-’১৭ শিক্ষাবষের ছাত্র। জানিয়েছেন, ‘আমরা পরিবেশ দিবসগুলো পালন করব ও আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র, ছাত্রীদের পরিবেশ সম্পকে সচেতন করব। এছাড়াও পরিবেশ নিয়ে গবেষণা ও উচ্চতর শিক্ষায় ভূমিকা পালন করবে বিভাগীয় ক্লাবটি।’ তারা সবাই ক্লাবটি শুরু করতে পেরে খুবই খুশি।
ক্লাবের সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম। তিনিও একই সেশনের ছাত্র। বলেছেন, ‘আমাদের সবার পরিবেশের হুমকিগুলো এবং দূষণাদি জানা ও জানানো খুব জরুরি। পরিবেশকে বাঁচাতে কাজ করা প্রতিটি মানুষের প্রয়োজন। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হিসেবে ক্লাবের মাধ্যমে কাজগুলো শুরু করতে পেরে ভালো লাগছে। এর বাদেও আমাদের অনেক নতুন বিষয় শিখতে হয়। সেগুলো বিভাগের ছাত্রছাত্রীদের মাধ্যমে সেমিনার, কর্মশালায় আয়োজন করা হবে। তাদের সবার মধ্যে দক্ষতা বাড়ানোর জন্য আমরা কাজ করব।’
গতকাল ১৫ মার্চ, মঙ্গলবার তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ক্লাবের শুরু হয়েছে। এটি প্রধানত পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ছাত্র, ছাত্রীদের সংগঠন হিসেবে কাজ করবে। ক্লাবটি গড়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মো. রাজিব হোসেন। তিনি আছেন প্রধান উপদেষ্টা হিসেবে। যেকোনো কাজে ক্লাবকে দিক নির্দেশনা দেবেন। উপদেষ্টা হিসেবে আছেন বিভাগের ছয়জন সহকারী অধ্যাপক-মুহাইমিনুল ইসলাম, সামসুননাহার পপি, ড. রাশেদুজ্জামান, ফেরদৌসী সুলতানা, জাকিয়া সুলতানা ও শারমিন আক্তার। তারা সবাই ক্লাবের কাজে অংশ নেবেন, নানা পরামর্শ দেবেন ও ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।
‘এনভায়রমেন্টাল সায়েন্স ক্লাব’ বা ‘ইএসসি’র এই প্রথম কার্যনিবাহি কমিটিতে আছেন বিভাগের ছাত্র, ছাত্রীরা। সহ-সভাপতি হয়েছেন সাইদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ; সাংগঠনিক সম্পাদক হয়েছেন- জুবায়ের আরাফাত ও এই প্রতিবেদক সফিকুল আহসান ইমন। অর্থ সম্পাদক নিবাচিত হয়েছেন পার্থপ্রতীম ব্রহ্ম। দপ্তর সম্পাদক হয়েছেন আইরিন আক্তার মিম। সহকারী দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে রিফাত ইসলামকে। প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে দুজনকে-ইমরান কবির ও অরুণ রায়। জনসংযোগ সম্পাদক হয়েছেন মীর আজিজুল ইসলাম ও আকিক তানজিল জিহান। গবেষণার দায়িত্ব আছেন-নাহিদ ফেরদৌস ও এইচ. এম. রায়হানুল ইসলাম। ডিজাইন ও সম্পাদনা সম্পাদক হয়েছেন দুই ছাত্র-মোহাম্মদ সালাউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। শিক্ষা, তথ্য ও যোগাযোগ সম্পাদক হয়েছেন হুমাইরা আমিন ও রনি ইসলাম। নির্বাহী সদস্য আছেন মোট পাঁচজন-মেহেদি হাসান, মুস্তাসিম বিল্লাহ হৃদয়, ফাতিমা আক্তার, সাইম রাইয়ান সিফাত, মাহাদী হাসান গালিব ও আল সাফি মাওয়া। এই মোট ২৪ জনের কমিটি করা হয়েছে ক্লাবটির।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়নমেন্টাল সায়েন্স ক্লাবের লোগোটি খুব সুন্দর। বলেছেন সবাই। যারাই দেখছেন খুব খুশি হচ্ছেন। খুব ভালো হয়েছে জানাচ্ছেন। তাতে রেখেছেন তারা বিশ্ববিদ্যালয়কে। পূর্ণরূপ হলো-‘এনভায়রমেন্টাল সায়েন্স ক্লাব-বিএসএমআরএসটিইউ’।
ওএস।