শাবিপ্রবি’র নবীনবরণ ২০ মার্চ, ২১ মার্চ থেকে ক্লাস
লেখা ও ছবি : নুরুল ইসলাম রুদ্র
বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবারের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া নতুন ছাত্র, ছাত্রীদের ওরিয়েন্টেশন বা নবীনবরণেরও আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
এই বিরাট আয়োজনটি হবে এই মাসের ২০ তারিখে। ২০ মার্চ, ওরিয়েন্টেশনের তথ্যটি নিশ্চিত জানিয়েছেন সাস্ট্রের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি আরো জানিয়েছেন বিস্তারিত, ‘‘২০ মার্চ দুটি ভাগে আমাদের বিশ্ববিদ্যালয়ের নবীণবরণের আয়োজন করা হবে কেন্দ্রীয় মিলনায়তনে। ‘এ ইউনিট’র ছাত্র, ছাত্রীদের ওরিয়েন্টেশন শুরু হবে সকাল ৯টা থেকে। আর বি ইউনিটের ছাত্র, ছাত্রীদের নবীনবরণ শুরু হবে বেলা ২টা ৩০ মিনিটে।”
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সব ছাত্র, ছাত্রীকে সতক করে বলেছেন-‘ওরিয়েন্টেশন উপলক্ষে সাস্টের নবীণ শিক্ষার্থীদের কোনো একজনকেও কেউ কোনো ধরণের হয়রানি করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
২১ মার্চ, ২০২২ তারিখ থেকে সাস্টে ক্লাস শুরু হবে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের সব বিভাগের।
ওএস।