কাবাডিতেও সেরা সমাজবিজ্ঞানের ছাত্রীরা, দাপট বায়োকেমিস্ট্রির ছাত্রদের
লেখা ও ছবি : ইহসানুল কবীর আনিন, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘গণ বিশ্ববিদ্যালয় (গবি)’য়ে চলছে ‘আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২’।
১২ মার্চ, সোমবার, প্রতিযোগিতাটির চতুথ দির্ন, কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রীদের তিনটি ও ছাত্রদের চারটি ম্যাচের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়।
প্রথম ম্যাচে কাবাডিতে মুখোমুখি হয়েছে ছাত্রীদের আইন ও ইংরেজি বিভাগের খেলোয়াড়রা। আট পয়েন্টে জিতেছে আইন।
পরের ম্যাচে মাইক্রো-বায়োলজিকে হারিয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) দলের মেয়ে কাবাডি খেলোয়াড়রা সাত পয়েন্টের ব্যবধানে।
মেয়েদের কাবাডির তৃতীয় ম্যাচে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের মুখোমুখি হয়েছেন রাজনীতি ও প্রশাসন বিভাগের মেয়েরা। রাজনীতি ও প্রশাসনের মেয়েদের দলটি ৩৪ পয়েন্টের বিশাল ব্যবধানে জিতেছে।
এছাড়াও আজ ছেলেদের প্রথম ম্যাচে কাবাডিতে মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে দিয়েছে ইংরেজি বিভাগ। ছাত্রদের এই দলটি জিতেছে ২২ পয়েন্টের ব্যবধানে।
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ১৪ পয়েন্টে হারিয়েছে বাংলার ছেলেদের দলকে।
তৃতীয় ম্যাচে মাইক্রোবায়োলজি বিভাগকে হারিয়েছে ৩১ পয়েন্টে বায়োকেমিস্ট্রির ছেলেদের দল।
শেষ ম্যাচে ফার্মাসির কাছে হেরেছে সমাজবিজ্ঞান দলটি।
আমাদের বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধি জানিয়েছেন, ১৩ মার্চ কাবাডির কোয়ার্টার ফাইনাল হয়েছে। তাতে ছেলেদের দলগুলো খেলেছে।
রাজনীতি ও প্রশাসন ইংরেজির, বায়োকেমিস্ট্রি আইনের, বাংলার সঙ্গে ফিজিওথেরাপি, ফার্মাসির বিপক্ষে লড়েছে ছাত্রদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
ওএস।