রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বই বিক্রির লাভের টাকা যাবে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ার খরচে
লেখা : আসিফ আহমেদ, ছাত্র-রাজশাহী বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হলো ১৭ মার্চ। এই দিনে তিনি ১৯২০ সালে জন্মগ্রহণ করেছেন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে, ব্রিটিশ ভারতে। এই দিনটিকে ‘জাতীয় শিশু দিবস’ ঘোষণা করা হয়েছে। ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ’ এই বছর। বাংলাদেশের স্বাধীনতা লাভের ৫০ বছর এখন।
১৭ মার্চ থেকে ২৬ মার্চ আমাদের মুক্তিযুদ্ধ শুরুর উত্তাল দিনগুলো কেটেছে ১৯৭১ সালে। ২৬ মার্চ আমাদের স্বাধীনতা ঘোষণার দিন হিসেবে ‘স্বাধীনতা দিবস’ হিসেবে পুরো বাংলাদেশ জুড়ে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়।
এই ১০টি দিন-২০২২ সালের ১৭ থেকে ২৬ মার্চ, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের অন্যতম প্রধান ও প্রাচীন বিশ্ববিদ্যালয় রাজশাহীতে আয়োজন করা হয়েছে ‘মুজিববর্ষ গ্রন্থ উৎসব-২০২২’।
সরকার শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে মুজিব শতবর্ষ হিসেবে উন্নয়ন কর্মকান্ডের গতিশীল বছর হিসেবে পালন করে চলেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিপুল পরিমাণ ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের জন্য মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান ও অন্যান্য লেখকদের বইগুলোর বিপণন ও প্রদর্শনীর আয়োজন করেছে ‘নবজাগরণ ফাউন্ডেশন’। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ছাত্র, ছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন তারা। এটিই উত্তরবঙ্গের সেরা বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে বড় সামাজিক উন্নয়ন সংগঠন।
নয় বছর ধরে লেখাপড়ার সুযোগ না পাওয়া দলিত ও ময়লা পরিস্কার করা পরিবারগুলোর শিশুদের তারা পড়ালেখার সুযোগ করে দিচ্ছেন। তাদের বই, খাতাসহ সব ধরণের শিক্ষা উপকরণ ও শিক্ষক প্রদান করছেন। ঈদের সময় তাদের মধ্যে চাঁদার টাকায় যোগাড় করা পোশাক উপহার দিয়ে চলেছেন।
নবজাগরণের কর্মীরাই এবারের বইমেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী। জানিয়েছেন, ‘মুজিববর্ষ গ্রন্থ উৎসব-২০২২’টি হবে বুদ্ধিজীবি চত্বরে। এখানেই ঘুমিয়ে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শহরের এবং জেলার গণ্যমান্য ব্যক্তি, নারীরা।
তারা বলেছেন, বইমেলা এখানে হবে প্রতিদিন সকাল ৯টা থেকে টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত।
‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবি চত্বর’-এর মুজিব বইমেলায় অংশ নেবে ঢাকার বিখ্যাত অনন্যা, ইত্যাদি, হাওলাদার, বাংলাপ্রকাশ ও প্রজন্ম প্রকাশনী। অনলাইনে বই কেনা ও দেখার সুযোগ প্রদান করবে বিখ্যাত লেখকদের অনলাইন বই বিক্রির প্রতিষ্ঠান-https://www.boibazar.com/. রাজশাহী শহরের তিনটি সুবিখ্যাত লাইব্রেরির সংগ্রহ করা বইও বিক্রির সুযোগ প্রদান করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবাইকে।
এই আয়োজন নিয়ে তারা আরো জানিয়েছেন, ‘বই মানুষের চিন্তাশক্তি বাড়ায়, বিকাশ ঘটায়। বই পড়লে ছড়িয়ে, ছিটিয়ে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী সাহিত্যমনা লেখকদের সাহিত্য প্রতিভা বিকশিত হয়। তাদের সবার উন্নতির জন্য এই অলাভজনক ও স্বেচ্ছাশ্রমের বিরাট বইমেলাটির আয়োজন করা হচ্ছে।’
নবজাগরণ ফাউন্ডেশনের আবু হুরাইরা আরো জানিয়েছেন, ‘বরাবরের মতো আমাদের সব কাজের ধারাবাহিকতায় মুজিববর্ষ গ্রন্থ উৎসবের বই বিক্রির লাভের সব টাকা যারা কোনোদিন লেখাপড়া করার সুযোগ পাবে না, এমন পরিবারগুলোর শিশুদের পড়ালেখা করানোর জন্য ব্যয় করা হবে-এই তথ্য জানার পর বিক্রেতা ও লেখকরা তাদের লাভের টাকা দান করে দিয়েছেন। ফলে আমরা খুব খুশি মনে কাজ করছি। বইয়ের গন্ধ সবার ভালো লাগে।’
ওএস।