বাউয়েটে হলো বিশেষ সেমিনার
বাংলাদেশ আর্মি ইউনিভাসিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’র স্কাইলাইট হলে হয়ে গেল বিশ্ববিদ্যালয়টির ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) বিভাগ আয়োজনে ‘হাই ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশন’ বিষয়ের বিশেষ সেমিনার।
সেমিনারটির আয়োজন করা হয়েছে জাঁকজমকের সঙ্গে ১০ মার্চ, সকাল ১১টা থেকে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)’র উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
কি-নোট স্পিকার হিসেবে এসেছিলেন রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভাসিটি (রুয়েট)’র ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল গফফার খান।
‘হাই ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশন’ সেমিনারে আরো ছিলেন বাউয়েটের কোষাধ্যক্ষ কর্ণেল (অব.) মোহাম্মদ হামিদুল হক পিএসসি, ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম, বিভিন্ন বিভাগের প্রধানরা, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, নানা বিভাগের অধ্যাপকরা, ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র-ছাত্রীরা।
মান্যগণ্য অতিথি, বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, ছাত্র, ছাত্রী ও অধ্যাপকদের সামনে ইইই, বাউয়েটের অর্জনগুলো তুলে ধরেছেন তাদের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম।
স্যার ইনিস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নামের বিশ্বের সবচেয়ে বড় টেকনিক্যাল পেশাজীবিদের সংগঠনটির বাউয়েট শাখর নতুন কমিটির সদস্যদের সবার কাছে পরিচয় করিয়ে দেন। তারা একে ডাকেন ‘আইইইই’।
বাউয়েট অটোমেশন ক্লাবের নতুন কমিটির সদস্যদেরও পরিচয় করিয়ে দেন সহকারী অধ্যাপক রবিউল ইসলাম।
অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
ওএস।