ইস্ট ওয়েস্টের নারী দিবস

বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারী বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি জাঁকজমকের সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। বিশেষ আলোচনা অনুষ্ঠান হয়েছে ঢাকার আফতাবনগরের স্থায়ী ক্যাম্পাসে। প্রতিপাদ্য-‘জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর অ্যা সাইসটেইনেবল টুমরো। বাংলায়-‘আজকের লিঙ্গসমতা কালকের টেকসই আগামীর জন্য।’
প্রধান অতিথি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রথম নারী সিইও রূপালী চৌধুরী। তিনি দু:খ করে বলেছেন, ‘কোনো মেয়েকে কোথাও কোনো কাজে পাঠালে এখনো আমাদের দুচিন্তা ও উদ্বিঘ্নতায় ভুগতে হয়। বেশিরভাগ অপরাধ অন্ধকারেই ঘটে বলে মেয়েদের জন্য পথগুলোকে আরো আলোকিত করতে হবে।’
সভাপতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘আমাদের এই খ্যাতনামা বিশ্ববিদ্যালয় সবসময় নারীদের জন্য সমান সুযোগ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে এসেছে। ভবিষ্যতে আরো বেশি করে এই সুযোগগুলো তৈরি করতে আমরা কাজ করে চলেছি।’
আলোচনায় বাংলাদেশের নারীদের অগ্রগতি ও প্রতিকূলতাগুলো তুলে ধরেছেন ইস্ট ওয়েস্টের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক মামুন, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. ফৌজিয়া মান্নান, ফামেসি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. সুফিয়া ইসলাম।
আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগের অধ্যাপক নারী ও ছাত্রীরা। আরো ছিলেন শিক্ষকরা।
ওএস/
