৩৫ খণ্ডে এলো সৈয়দ শামসুল হক রচনাসমগ্র
৩৫ খণ্ডে প্রকাশিত হলো সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচনাসমগ্র। প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য।
ঐতিহ্য-এর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম জানিয়েছেন, প্রয়াত কীর্তিমান লেখক সৈয়দ শামসুল হকের সমুদয় রচনা ১৯ হাজার ১১২ পৃষ্ঠায় প্রকাশ করা হয়েছে। বাংলা সাহিত্য এবং প্রকাশনার ইতিহাসে এটি একটি অসামান্য সংগ্রহ হিসেবে বিবেচিত হবে।
প্রকাশক আরও জানিয়েছেন, সৈয়দ শামসুল হকের প্রকাশিত, অপ্রকাশিত, অগ্রন্থিত সমুদয় রচনার বহু প্রতীক্ষিত এই সংকলন। এই রচনাসমগ্রের বিশেষ আকর্ষণ সৈয়দ হক রচিত চলচ্চিত্রের চিত্রনাট্য, তার লেখা বিখ্যাত গান, স্ত্রী এবং স্বজনকে লেখা একগুচ্ছ দুষ্প্রাপ্য পত্র, ইংরেজি রচনা এবং সৈয়দ শামসুল হক অঙ্কিত চিত্রকর্মের প্রতিলিপি। এমন বহু রচনা এই সমগ্রে অন্তর্ভুক্ত হয়েছে যা ইতোপূর্বে কোথাও প্রকাশিত হয়নি।
সৈয়দ হকের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, কাব্যনাট্য, প্রবন্ধ-নিবন্ধ, শিশু-কিশোরসাহিত্য, সায়েন্স ফিকশন, সাহিত্য-কলাম, অনুবাদ, আত্মজীবনী, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি তো থাকছেই।
৩৫ খণ্ডের সৈয়দ শামসুল হক রচনাসমগ্র-এর দুইটি সংস্করণ রয়েছে। নিয়মিত সংস্করণের মূল্য ৩৬ হাজার টাকা আর রেক্সিন সংস্করণের মূল্য ৪০ হাজার টাকা।
৩৫ খণ্ডের এই রচনাসমগ্র প্রকাশকের পক্ষ থেকে লেখকের পরিবারের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১টায় সৈয়দ শামসুল হকের স্মৃতিবিজড়িত বাসভবন গুলশানের মঞ্জুবাড়ি’র সবুজ প্রাঙ্গণে হস্তান্তর উৎসবের আয়োজন করা হয়েছে।
এরপর রচনাসমগ্র অমর একুশে বইমেলায় পাওয়া যাবে।
এপি/