বাংলাদেশ পথনাটক উৎসব শুরু

‘দুর্নীতি আর সাম্প্রদায়িকতা, নির্মূল করবে বীর জনতা’ স্লোগানে কেন্দ্রীয় শহিদ মিনারে শুরু হলো ‘বাংলাদেশ পথনাটক উৎসব ২০২২’।
বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত সপ্তাহব্যাপী এ উৎসবে এবার অংশ নিচ্ছে ৩৭টি নাট্য সংগঠন।
মঙ্গলবার (১ মার্চ) বিকালে উৎসব উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য অনন্ত হীরা।
বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ড. রতন সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। ঘোষণাপত্র পাঠ করেন উৎসব আহ্বায়ক মো. শাহনেওয়াজ।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদ ও মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর বিগত দুই বছরে পথনাটক পরিষদের প্রয়াত চার কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরা হলেন প্রতিষ্ঠাকালীন আহবায়ক সাইফুল ইসলাম মাহমুদ, সভাপতি মান্নান হীরা, কর্মকর্তা আপু আমান ও কাজী আনিস।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে পথনাটক ‘টেলিফোন ম্যাজিক’ মঞ্চস্থ করে ঢাকা পদাতিক।
প্রতিদিন বিকালে ৫-৬টি করে পথনাটক মঞ্চস্থ করা হবে। উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ পথনাটক পরিষদ ২০০২ সাল থেকে প্রতি বছর এই উৎসব আয়োজন করে আসছে। করোনা মহামারির কারণে গত দুই বছর এই উৎসব আয়োজন হয়নি।
এপি/
