১১ মার্চ থেকে ১০ম লিবারেশন ডকফেস্ট
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব’-লিবারেশন ডকফেস্ট এর দশম আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ১১ থেকে ১৫ মার্চ।
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ আয়োজনটি আংশিক সরাসরি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
এ বছরের আয়োজনে ইতোমধ্যে একুশ শতাধিক ছবি বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা হয়েছিল, জমাকৃত ছবির মধ্য থেকে ১৪০টি ছবি প্রদর্শিত হবে।
আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল মিলনায়তনে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন চারটি প্রদর্শনী হবে। পাশাপাশি অনলাইনেও নির্বাচিত ছবিসমূহ প্রতিদিন স্ট্রিমিং করা হবে। গত দু’বছরের মতো এবারও কসমস ফাউন্ডেশন এক্ষেত্রে সহযোগিতা প্রদান করছে।
পাঁচ দিনের উৎসবে জাতীয় ও আন্তর্জাতিক বিভাগে ছবি প্রতিযোগিতা হবে। বাংলাদেশি অনধিক এক ঘণ্টার প্রামাণ্যচিত্র নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন-জার্মান প্রবাসী প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা শাহিন দিল রিয়াজ আহমেদ, শিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান এবং অভিনয় শিল্পী বন্যা মির্জা।
অনধিক এক ঘণ্টা দৈর্ঘের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য তিনজন বিচারক থাকছেন পাকিস্তানি প্রামাণ্যচিত্র নির্মার্তা আম্মার আজিজ, নিউ জিল্যান্ডের ডকএজ প্রামাণ্যচিত্র উৎসবের পরিচালক এলেক্স লি এবং বিলাতের শীর্ষস্থানীয় প্রামাণ্যচিত্র উৎসব শেফিল্ড ডকফেস্টের মিতা সুরি।
উৎসবের শেষ দিন ১৫ মার্চ বিকেলে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিজয়ী প্রামাণ্যচিত্র দুটোর নাম ঘোষণা করা হবে। জাতীয় পর্যায়ের ছবির জন্য এক লাখ টাকা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য এক হাজার মার্কিন ডলার পুরস্কার প্রদান করা হবে।
এ উৎসবে অনলাইনে টিকেট সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। প্রতি শো ২০ টাকা হিসেবে একজন দর্শক দেড়ঘণ্টার একটি প্রদর্শনী দেখতে পারবেন। পাশাপাশি তরুণ চলচ্চিত্র নির্মাতা, শিক্ষার্থী, সংবাদকর্মীদের জন্য অনলাইনে অ্যাক্রডিটেশনের মাধ্যমে ছবি দেখার ব্যবস্থা করা হয়েছে।
এপি/এমএমএ/
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)