ভারত-বাংলার কবি মিলন মেলা ও কবিতা উৎসব ১০ মার্চ শুরু
প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে ভারত-বাংলার কবি ও লেখকদের নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে তিন দিনব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কবি মিলন মেলা ও কবিতা উৎসব 'মায়ের ঘর'।
আগামী ১০-১২ মার্চ পর্যন্ত চলবে আন্তর্জাতিক কবি মিলন মেলা ও কবিতা উৎসব। মেলাকে কেন্দ্র করে এরই মধ্যে সব প্রস্তুতিও শেষের দিকে।
এ মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাদু প্রদর্শন, লাঠিবাড়ি ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা। যুক্ত করা হয়েছে শিক্ষার্থী ও শিশুদের জন্য নানা আয়োজন।
এ উপলক্ষে উপজেলার শালিয়াবাহ গ্রামের জাঙ্গালিয়া বাজারে মেলার আয়োজন করেছে মাটির মা ফাউন্ডেশন।
আন্তর্জাতিক কবি মেলা ও কবিতা উৎসব উদ্বোধন করবেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।
কবি মেলায় কবি রেজাউদ্দিন স্টালিন, ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দীন, সাংবাদিক ও কবি খান সেলিম রহমান, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামীসহ দুই বাংলার অসংখ্য কবি, সংগঠক সাংস্কৃতিক প্রেমীরা অংশ নেবেন।
মাটির মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মতিয়ারা মুক্তা ঢাকাপ্রকাশকে বলেন, 'সাত বছর ধরে এ দিনে জাঁকজমকপূর্ণ আয়োজনে কবি মিলন মেলা ও কবিতা উৎসবের আয়োজন করে আসছি। কিন্তু এ বছর বিগত বছরের তুলনায় নানা আয়োজনে অনুষ্ঠান করতে যাচ্ছি। এ মেলায় অংশ নেন ওপার বাংলা থেকে আসা কবি, লেখকসহ স্থানীয় কবিরা।
এসএন