কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান
আইএফআইসি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২১’ অর্জন করেছেন–কথাসাহিত্যে বিভা ও বিভ্রম গ্রন্থের জন্য সাদাত হোসাইন, প্রবন্ধ-গবেষণায় জীবনানন্দের মানচিত্র গ্রন্থের জন্য আমীন আল রশীদ ও কবিতায় সুন্দরবন সিরিজ গ্রন্থের জন্য চাণক্য বাড়ৈ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন জুরি বোর্ডের সদস্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক, ফরাসি ভাষাবিদ ও অনুবাদক অধ্যাপক চিন্ময় গুহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এবং কালি ও কলম-এর প্রকাশক আবুল খায়ের।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের ধারণকৃত প্রতিক্রিয়া প্রচার করা হয়।
একযোগে কালি ও কলম এবং আইএফআইসি ব্যাংকের ফেইসবুক পেইজে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। আয়োজনে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট বাউলশিল্পী ও সংগীতসাধক শফি মণ্ডল।
পাঁচ বিভাগে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হলেও এবার মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য এবং শিশু-কিশোর সাহিত্যে উল্লেখযোগ্য গ্রন্থ জমা না পড়ায় বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে এ-বছর তিনটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়নি।
সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম বাংলাদেশের নবীন কবি ও লেখকদের সাহিত্যের সৃজনধারায় গতি সঞ্চারের উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করে আসছে।
২০২১ সাল থেকে আইএফআইসি ব্যাংক এই পুরস্কারের সঙ্গে যুক্ত হয়েছে। এর আগে আইএফআইসি ব্যাংক ছিল পৃষ্ঠপোষক।
এপি/