বইমেলা: শুক্রবার শিশুপ্রহরে থাকছে সিসিমপুর

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় শিশুপ্রহরে থাকছে সিসিমপুর। সিসিমপুর কর্তৃপক্ষ এরইমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।
এ বিষয়ে জানিয়েছেন বাংলা একাডেমির পরিচালক (বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগ) ও মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ।
শিশুপ্রহর ঘোষণার পরিপ্রেক্ষিত জানতে চাইলে বৃহস্পতবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকাপ্রকাশকে তিনি বলেন, 'মেলায় শিশুপ্রহর করা যাবে কি না, করোনার কারণে এ বিষয়ে আমরা কিছুটা অনিশ্চয়তায় ছিলাম। কিন্তু এখন যেহেতু স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার, তাই আমরাও শিশুপ্রহর করার সিদ্ধান্ত নিয়েছি।'
তিনি আরো বলেন, 'শিশুপ্রহরে শিশুদের কাছে খুব আকর্ষণীয় বিষয় হচ্ছে সিসিমপুর। শুক্রবার শিশুপ্রহরে সিসিমপুর থাকবে। সিসিমপুর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা প্রস্তুতি সম্পন্ন করেছে।/
পরশু শনিবারও শিশুপ্রহর থাকবে কি না? এই প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, 'সেটি শুক্রবার জানিয়ে দেওয়া হবে। আমরা আসলে শিশুদের মেলায় ফেরানোর চেষ্টা করছি।'
এমএ/এমএমএ/
