নতুন বই
ভাষা-আন্দোলন নিয়ে এম আবদুল আলীমের তিন বই
ভাষা-আন্দোলনের ৭০ বছর পূর্তিতে এবারের অমর একুশে বইমেলায় ভাষা-আন্দোলন নিয়ে তিনটি বই প্রকাশিত হয়েছে গবেষক এম আবদুল আলীমের। বই তিনটি হলো- ‘রাষ্ট্রভাষা-আন্দোলন : জেলাভিত্তিক ইতিহাস’, ‘রাষ্ট্রভাষা-আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা’ এবং ‘রাষ্ট্রভাষা-আন্দোলনে রফিকুল ইসলাম’।
‘রাষ্ট্রভাষা-আন্দোলন : জেলাভিত্তিক ইতিহাস’ গ্রন্থে এই প্রথম ব্যাপক ও বিস্তৃত পরিসরে বাংলাদেশের প্রায় সকল জেলার ভাষা-আন্দোলনকে তুলে আনা হয়েছে। বিভিন্ন জেলার স্থানিক বৈশিষ্ট্য, আন্দোলন-সংগ্রামের ঐতিহ্য, ভাষা-আন্দোলন সমকালীন আর্থ-সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট; এক কথায় বড় ক্যানভাসে বাঙালির গৌরবের ভাষা-আন্দোলনকে ধরা হয়েছে। পত্র-পত্রিকার সংবাদ-প্রতিবেদন-সম্পাদকীয়, ভাষাসংগ্রামীদের সাক্ষাৎকার-স্মৃতিচারণা, লিফলেট, পোস্টার, গোয়েন্দা প্রতিবেদন, বিভিন্ন সংগঠনের ইস্তেহার-দলিলপত্র, বিভিন্ন গ্রন্থ, প্রবন্ধ, প্রভৃতির তথ্যসন্নিবেশে বইটি রচিত হয়েছে। ১,২০০ পৃষ্ঠার বইটির মূল্য ৩,০০০ টাকা।
‘রাষ্ট্রভাষা-আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা’ বইটিতে তুলে ধরা হয়েছে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের নেতা-কর্মীদের ভাষা-আন্দোলনে অবদানের কথা। ১৯৪৮ এবং ১৯৫২; উভয় পর্বের ভাষা-আন্দোলনের ছাত্রলীগের অবদানের সুনির্দিষ্ট তথ্য এবং বস্তুনিষ্ঠ বয়ান হাজির করা হয়েছে এ গ্রন্থে। মূলত, ভাষা-আন্দোলনের ইতিহাসের এক অনালোচিত ও অনালোকিত বিষয় এ গ্রন্থে স্থান পেয়েছে। পৃষ্ঠাসংখ্যা ৩২০। মূল্য ৮০০ টাকা।
‘রাষ্ট্রভাষা-আন্দোলনে রফিকুল ইসলাম’ বইটিতে তুলে ধরা হয়েছে ভাষা-আন্দোলনে রফিকুল ইসলামের অবদানের কথা। এছাড়া স্থান পেয়েছে রফিকুল ইসলামের ভাষা-আন্দোলন বিষয়ক ছবিগুলো। রফিকুল ইসলামের জীবদ্দশায় এটিই তাঁকে নিয়ে প্রকাশিত প্রথম গ্রন্থ এটিই। ১২৮ পৃষ্ঠার গ্রন্থটির মূল্য ৩০০ টাকা।
তিনটি বইয়েরই প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ। প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
এপি/