বইমেলার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত সরকারের হাতে

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার সময়সীমা নির্ধারণের জন্য বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমি প্রকাশক প্রতিনিধি ও মেলা সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক আহ্বান করেছিল। বৈঠকে অংশগ্রহণকারী অধিকাংশই ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত বইমেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে মত দেন বলে জানা গেছে।
মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমদ রাতে ঢাকাপ্রকাশকে জানান, বইমেলা ১৭ মার্চ পর্যন্ত চালিয়ে যাওয়ার ব্যাপারে যে মতামত পাওয়া গেছে তা সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে যে সিদ্ধান্ত হবে সেটাই চূড়ান্ত হবে।
বায়ান্ন’র একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে প্রতি বছর ১ ফেব্রুয়ারি মাসব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়ে থাকে। কিন্তু এ বছর করোনা মহামারির কারণে গত বছরের মতো বইমেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে। মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত রয়েছে। যদিও মেলা ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত নিয়ে যাওয়ার দাবি ছিল প্রকাশকদের। মেলার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশকদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে সময়সীমা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এপি/
