'শান্তির সপক্ষে শিল্প' মঞ্চায়ন শুরু হচ্ছে আজ
'শান্তির সপক্ষে শিল্প' শীর্ষক এক ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে রাধারমন সংস্কৃতিচর্চা কেন্দ্র ও যুক্তরাজ্যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত প্রচারের শীর্ষ প্রতিষ্ঠান সৌধ সোসাইটি অব পোয়েট্রি এন্ড ইন্ডিয়ান মিউজিক ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আজ বৃহষ্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ছ'টা থেকে অনুষ্ঠিত হবে এই বিশেষ সাংস্কৃতিক পরিবেশনামালা। আয়োজনের অংশ হিসাবে থাকছে কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ও টি এস এলিয়ট বিরচিত পাশ্চাত্য আধুনিক কবিতায় যুগান্তকারী কাব্যকৃতি ওয়েস্টল্যান্ড বা পোড়োজমির উপর ভিত্তি করে বিশেষ থিয়েট্রিক্যাল পরবেশনা দ্যা রেবেল এন্ড দ্যা ওয়েস্টল্যান্ড। দুটি কবিতার গৌরবময় শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে সৌধ ইতিমধ্যেই ইউরোপ, বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন শহরে এই বিশেষ কাব্য-আলেখ্যের প্রদর্শনী শুরু হয়েছে । এছাড়া এতে শান্তির আত্মিক এবং আধ্যাত্মিক রূপ নিয়ে লোকসঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী ও রাধারমণ গবেষক ড. বিশ্বজিৎ রায় ও সুফি আমির মোহাম্মদ।
দ্যা রেবেল এন্ড দ্যা ওয়েস্টল্যান্ডের পরিচালক টি এম আহমেদ কায়সার জানিয়েছেন, দ্যা রেবেল এন্ড ওয়েস্টল্যান্ড শীর্ষক কাব্য-আলেখ্যে অবধারিতভাবেই থাকছে দুই কবিতার নির্বাচিত অংশ থেকে পাঠ, আনুষঙ্গিক সঙ্গীত এবং এলিয়ট ও নজরুলের চরিত্রের নাট্য-দৃশ্যায়ন।
টি এম আহমেদ কায়সার জানান, এলিয়ট এবং নজরুলের মত মহান কবির অনন্য সাহিত্যকর্ম ওয়েস্ট ল্যান্ড ও বিদ্রোহী নিঃসন্দেহে বিংশ শতকের অবক্ষয়বাদী আধুনিক কাব্য-ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। দি রেবেল এন্ড দ্যা ওয়েস্টল্যান্ডের মঞ্চায়নে আমরা বেছে নিয়েছি কিছু সাংকেতিক মিল বা সাদৃশ্যের জায়গা; যেখানে এলিয়ট শেষ করছেন ভারতীয় মহামন্ত্র শান্তি! শান্তি! শান্তি উদ্ধৃত করে, সেখানে, অন্যদিকে, উপনিবেশবাদ-বিরোধী বাঙালি কবি নজরুল গাইছেন তার সর্বপ্লাবী বিদ্রোহের ইশতেহার! স্ফুলিঙ্গ জ্বলে উঠছে কবিতার ছত্রে ছত্রে - এতেও কি প্রকারান্তরে নিহত আছে শান্তি-অন্বেষন বা অবগাহনের ইঙ্গিতও?
রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডঃ বিশ্বজিৎ রায় জানান, 'এক আত্মিক এবং অধ্যাত্মিক সংকটের ক্রান্তিলগ্নে আমরা সৌধের সঙ্গে যুক্ত হয়ে শান্তির সপক্ষে এই বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছি। এতে একদিকে আমরা যেমন উদযাপন করব বিংশ শতকে শান্তির অন্বেষায় নিয়োজিত দুই প্রধান কবিতার শক্তি, সৌকর্ষ ও সুষমা, অন্যদিকে আমরা উপস্থাপন করব মনোজাগতিক শান্তি নিয়ে অভিনব লোকসঙ্গীত।'
সৌধ প্রতিষ্ঠাতা টি এম আহমেদ কায়সার পরিচালিত দ্যা রেবেল এন্ড দ্যা ওয়েস্টল্যান্ড শীর্ষক থিয়েট্রিক্যাল পরিবেশনা শুরু হয়েছে ২ অক্টোবর যুক্তরাজ্যের লিডস শহরের সেভেন আর্টস থিয়েটার থেকে। এরপর ১৪ নভেম্বর ইস্ট-লন্ডনের রিচমিক্স থিয়েটার, ২৪ নভেম্বর সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় ও ৮ ডিসেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ অডিটরিয়াম মঞ্চায়িত হয় । এরপর এই বিশেষ কাব্যনাট্য মঞ্চায়িত হবে ১০ ডিসেম্বর ঢাকার তেজগাঁও কলেজ অডিটরিয়াম ও ১৩ই ডিসেম্বর কলকাতার নজরুল তীর্থ অডিটরিয়ামে। আগামি বছর এটি ইউরোপের বিভিন্ন শহরে মঞ্চায়িত হবার কথা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক টি এম আহমেদ কায়সার।
ভারতীয় মার্গসঙ্গীত ও দক্ষিণ এশীয় শিল্প, সাহিত্য, সঙ্গীতের শীর্ষ সংস্থা সৌধ সোসাইটি অব পোয়েট্রি এন্ড ইন্ডিয়ান মিউজিকের প্রযোজনায় অনুষ্ঠিত এই বিশ্বব্যাপী শতবর্ষ উদযাপনে বাংলাদেশে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় থাকছে রাধারমণ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চোখ ফিল্ম সোসাইটি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ গবেষনা কেন্দ্র, এবং ঢাকাস্থ নজরুল সেন্টার।
এপি/কেএফ/