বইমেলায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করতে চান প্রকাশকরা
অমর একুশে বইমেলায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন উৎসবমুখর আয়োজনে উদযাপন করতে চান প্রকাশকরা। এজন্য এবারের বইমেলার সময়সীমা বঙ্গবন্ধু জন্মদিন ১৭ মার্চ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
তাম্রলিপি প্রকাশনীর প্রকাশক একেএম তারিকুল ইসলাম রনি ঢাকাপ্রকাশকে জানান, বছরব্যাপী আয়োজনের মধ্য দিয়ে জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ পালন করছে। করোনা মহামারির কারণে এ আয়োজন আগামী মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এখন করোনা-পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমাদের বইমেলাও চলছে। তাই আমরা চাচ্ছি জাতির পিতার জন্মদিনটি বইমেলায় স্মরণীয় করে রাখার জন্য। এ জন্য আমাদের দাবি বইমেলায় সময়সীমা ১৭ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হোক।
তিনি বলেন, প্রধানমন্ত্রীও প্রকাশকদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা প্রকাশকরা ১০০ পাউন্ডের ১০০টি কেক কেটে দিনটি উদযাপন করতে চাই।
ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্রকাশক আদিত্য অন্তর জানান, বঙ্গবন্ধুর জন্মদিন বইমেলায় উদযাপনের উদ্যোগটি সাধারণ প্রকাশকরা গ্রহণ করেছেন। এই উদ্যোগের সঙ্গে দুই প্রকাশক সমিতিও যুক্ত হতে পারে।
বায়ান্ন’র একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে প্রতি বছর ১ ফেব্রুয়ারি মাসব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়ে থাকে। কিন্তু এ বছর গত বছরের মতো করোনা মহামারির কারণে বইমেলা নির্ধারিত সময়ের চেয়ে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে। মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানানো হয়। যদিও মেলা ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত নিয়ে যাওয়ার দাবি ছিল প্রকাশকদের। মেলার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশকদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে সময়সীমা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এপি/