বইমেলার নতুন বই
নজরুল ও আফগানিস্তান নিয়ে খান মাহবুবের বই
লেখক-প্রকাশক খান মাহবুবের দুইটি বই এসেছে এবারের বইমেলায়। আফগানিস্তান বিষয়ক লেখা ‘পূর্বাপর আফগানিস্তান’ প্রকাশ করেছে পার্ল পাবলিকেশনন্স। বইটির প্রচ্ছদ করেছেন মোমিন উদ্দীন খালেদ। বইটির মূল্য ১৬০।
লেখকের ‘বিদ্রোহীর শতবর্ষ : নজরুল পুর্নপাঠ’ প্রকাশ করেছে কবি প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য ২১০।
মানিক মুনতাসিরের ‘মুখোশের আড়ালে মুখোশ’
বইমেলায় এসেছে সাংবাদিক মানিক মুনতাসির-এর গদ্যের বই ‘মুখোশের আড়ালে মুখোশ’। বইটি প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশনী।
এতে রয়েছে বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত ৭০ টি প্রবন্ধ। মুখবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউদ্দীন আহমেদ। প্রচ্ছদ করেছেন শাকীর এহসানুল্লাহ। মেলায় ৬২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
ইরানী বিশ্বাসের ‘বঙ্গবন্ধু: একজন স্বামী ও পিতা’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটপৌরে সাধারণ জীবন কেমন ছিল-এ নিয়ে ‘বঙ্গবন্ধু: একজন স্বামী ও পিতা’ লিখেছেন লেখক ও নাট্য পরিচালক ইরানী বিশ্বাস। বইটি প্রকাশ করেছে পূর্বা প্রকাশনী। বইটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।
বইমেলার ৯০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
এছাড়া ইরানি বিশ্বাসের আরও দুটি বই এবারের মেলায় পাওয়া যাচ্ছে। এর একটি থ্রিলার উপন্যাস ‘বিষ পেয়ালা’ প্রকাশ করেছে পূর্বা প্রকাশনী। অপরটি রোমান্টিক উপন্যাস ‘প্রেম পরিণাম’ প্রকাশিত হয়েছে সরল রেখা প্রকাশনী থেকে।
এনএইচবি/এপি