নতুন বই
৮ম দিনে এলো ৭৩টি
অমর একুশে বইমেলার ৮ম দিন মঙ্গলবার (২২শে ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ৭৩টি।
নতুন বইয়ের মধ্যে রয়েছে গল্প ৫টি, উপন্যাস ১১টি, প্রবন্ধ ৬টি, কবিতা ১৮টি, গবেষণা ৩টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ১টি, জীবনীগ্রন্থ ৩টি, মুক্তিযুদ্ধবিষয়ক ১টি, বিজ্ঞান ২টি, ভ্র্রমণ ১টি, ইতিহাসবিষয়ক ২টি, রাজনীতিবিষয়ক ১টি, বঙ্গবন্ধুবিষয়ক ২টি, অনুবাদ ২টি ও সায়েন্স ফিকশন ২টি রয়েছে।
উল্লেখযোগ্য বইয়ের মধ্যে-
সময় প্রকাশন প্রকাশ করেছে আমিনুল ইসলাম ভুইয়া অনুদিত ‘আমার বিশ্বাস-বার্ট্রান্ড রাসেল’ ও ‘মনের কথা-বার্ট্রান্ড রাসেল। সময় প্রকাশন প্রকাশ করেছে আমিনুল ইসলাম ভুইয়া অনুদিত ‘আমার বিশ্বাস-বার্ট্রান্ড রাসেল’ ও ‘মনের কথা-বার্ট্রান্ড রাসেল।
আগামী প্রকাশনী এনেছে জ. ই. মামুন-এর সাক্ষাৎকারগ্রন্থ ‘বেহেস্তের মেজর’, প্রভাতকুমার মুখোপাধ্যায়-এর ‘বঙ্গ পরিচয়’, শিতাংশু গুহ-এর ‘জন্ম থেকে জ্বলছি’, মুস্তফা মজিদ সম্পাদিত সমালোচনা সাহিত্য ‘শুভাগমন স্টালিন’ ও অপরাজিতা অর্পিতা-এর কবিতার বই ‘সিদ্ধ সমীকরণ’।
অনুপম প্রকাশনী এনেছে ড. বিশ্বজিৎ রায়-এর ‘বাউল গানে বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা’, আনিসুল হক-এর রম্যরচনা ‘রাতের রাজাদের হরর গল্প’, সৌমেন সাহা-এর ‘মহাকাশ ও জ্যোতির্পদার্থবিদ্যা’ ও অনল রায়হান-এর গল্প ‘২০৫০, অসমাপ্ত গল্প’।
কথাপ্রকাশ বের করেছে ইকবাল খন্দকার-এর রহস্য উপন্যাস ‘রহস্যময় মরা খাল’ ও ভৌতিক উপন্যাস ‘ঘোষবাড়ির শ্মশান’ এবং মাহরীন ফেরদৌস-এর ছোটোগল্প ‘অরিগামির গোলকধাঁধায়’।
আফসার ব্রাদার্স নিয়ে এসেছে গোলাম মহিউদ্দিন -এর কবিতার বই ‘কাঁচামাটিয়া’ ও ফাহমিদা আহমেদ-এর কবিতার বই ‘কাব্য অভিষেক’।
বিভাস প্রকাশ করেছে তাহমিনা ছাত্তার সম্পাদিত ‘কমরেড বারী : জীবনদর্শন ও রাজনীতি’, রাখাল বিশ্বাস সম্পাদিত ‘বাউল দীন শরতের মালজোড়া গান’ এবং ইকবাল হাসান তপু সম্পাদিত ‘মহান ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক নেত্রকোণার রাজনীতির সিংহপুরুষ এড. ফজলুর রহমান খান’ ও ‘ভাষা আন্দোলনে নেত্রকোণা : জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপট’।
হাওলাদার প্রকাশনী বের করেছে ড. জাহিদুল কবীর-এর ‘রাধারমণ দত্ত লোকদর্শন ও গীতিরূপ বিশ্লেষণ’।
বলাকা প্রকাশন এনেছে বিশাখা চৌধুরী’র ‘চীনের সংখ্যালঘু সম্প্রদায়ের বিয়ে’। বেহুলা বাংলা প্রকাশ করেছে সুমন সরদার-এর কবিতার বই ‘বিষণ্ন নির্জনে একা’, জামান মনির-এর উপন্যাস ‘ব্যর্থ’ ও মাহফুজ আল-হোসেন-এর কবিতার বই ‘নিজের হাতে খুন করেছি গতকাল’।
শ্রাবণ প্রকাশনী বের করেছে শেখর রহিম-এর ‘বিপ্লবী পার্টি গঠনে লেনিনীয় শিক্ষা’ ও ইমতিয়াজ আরিফ-এর উপন্যাস ‘আমার সময় যাত্রা এবং মানুষের ভবিষ্যৎ’।
অবসর প্রকাশনা সংস্থা বের করেছে গওহর গালিব-এর গল্প ‘বেতাল ডাঙার মিথ’, ফাহমিদা ফারুক-এর ক্রাইম থ্রিলার ‘বিবমিষা’ ও মৌরী তানিয়া’র উপন্যাস ‘তিয়াস’।
উৎস প্রকাশন বের করেছে মোস্তফা সেলিম-এর ‘সিলেটি নাগরীলিপি সাহিত্যের চরিতাভিধান’ ও মোকারম হোসেন-এর ‘বঙ্গবন্ধুর বৃক্ষ ও প্রকৃতি ভাবনা’।
অন্যধারা বের করেছে সাদাত হোসাইন-এর উপন্যাস ‘ইতি স্মৃতিগন্ধা’ ও মো. আব্দুল হামিদ-এর উপন্যাস ‘ভাইরালের ভাইরাস’।
বিদ্যাপ্রকাশ মেলায় এনেছে সায়ন্থ সাখাওয়াৎ-েএর ছোটগল্প ‘দেয়ালে ফেরেস্তার মুখ’, আবু তাহের সরফরাজ-এর ‘ছোটদের পদার্থবিজ্ঞান ও সুপ্রসাদ গোস্বামী-এর কবিতার বই ‘নিরাকার পদচিহ্ন’।
এপি/
নতুন বইয়ের পূর্ণাঙ্গ তালিকা: