৭ম দিনের নতুন বই
এলো রেকর্ডসংখ্যক ২২৪টি
অমর একুশে বইমেলার ৭ম দিন সোমবার (২১ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ২২৪টি। এটি এ যাবতকালের একদিনের সর্বোচ্চ প্রকাশনা।
নতুন বইয়ের মধ্যে রয়েছে গল্প ২১টি, উপন্যাস ৪২টি, প্রবন্ধ ৭টি, কবিতা ৮১টি, গবেষণা ৪টি, ছড়া ২টি, শিশুসাহিত্য ৩টি, জীবনীগ্রন্থ ৫টি, মুক্তিযুদ্ধবিষয়ক ৯টি, নাটক ১টি, বিজ্ঞান ৮টি, ভ্র্রমণ ৪টি, ইতিহাসবিষয়ক ৬টি, রাজনীতিবিষয়ক ১টি, বঙ্গবন্ধুবিষয়ক ৬টি ও সায়েন্স ফিকশন ১৩টি রয়েছে।
অনন্য প্রকাশ মেলায় এসেছে অমিত দে’র কাব্যগ্রন্থ মানুষ কেমন হয়। অনন্য প্রকাশ মেলায় এসেছে অমিত দে’র কাব্যগ্রন্থ মানুষ কেমন হয়।
গ্রন্থকুটির প্রকাশ করেছে হামীম কামরুল হক-এর উপন্যাস যেখানে খুঁজেছ তুমি জীবনের মানে, দীপক সাহা’র শিশুতোষ গল্প লকডাউন, মো. শহীদুল রশীদ ভূঁইয়া’র বিজ্ঞান ভাবনা ও রাশেদ রউফ-এর শিশুতোষ গল্প আমাদের পরিবন্ধু।
বেনজামিন রিয়াজী’র কবিতার বই আবার জন্ম দাও যদি এনেছে পারিজাত প্রকাশনী।
আহমদ পাবলিশিং হাউস প্রকাশ করেছে যোবায়েদ আহসান-এর দুই উপন্যাস একজন ক্যাকাসু এবং ওসি-হতনামা; বদরুল আলম-এর সায়েন্স ফিকশন মঙ্গল ০০৭ এবং ফরিদা এহসান-এর মনীষী রোকেয়ার বিপ্লবী মানস : প্রাসঙ্গিক সাহিত্য।
হেলেন রহমান-এর কবিতার বই এক চিলতে ভূমি মেলায় এনেছে বইবাড়ি প্রকাশন।
অমর প্রকাশনী মেলায় এনেছে ডা. রনজিত বিশ্বাস-এর কাব্যগ্রন্থ অন্তহীন ভালোবাসা, মো. সিরাজুল ইসলাম-এর উপন্যাস বিষন্ন সময়, শাহ কামাল-এর কাব্যগ্রন্থ ছাঁইচাপা আগুন, অমিত কুমার মন্ডল-এর কাব্যগ্রন্থ প্রজন্মের চেতনায় পিতার স্বপ্ন, অসিত কুমার মন্ডল-এর কবিতাগ্রন্থ প্রতিবাদী, মুক্তি চৌধুরী অনুদিত অমর সাহা-এর দণ্ডকারণ্যের বাঙালিনামা ও জাফর আহমেদ-এর কাব্যগ্রন্থ ঝরা পাতার আর্তনাদ।
মনিরুল ইসলাম শ্রাবণ-এর ছোটোদের গল্প রাজকুমার ও তোতা পাখির গল্প বের করেছে ছিন্নপত্র প্রকাশন।
আমির হোসেন ও হুমায়ুন কবির সম্পাদিত কাব্যগ্রন্থ তিতাস বন্দনা প্রকাশ করেছে আদিল প্রকাশ।
কথাপ্রকাশ মেলায় এনেছে নির্মলেন্দু গুণ-এর কবিতার বই একুশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের কবিতা, সালেক খোকন-এর ১৯৭১ বিজয়ের গৌরবগাথা, ইমদাদুল হক মিলন-এর কিশোরগল্প ভূতুড়ে ও বদিউদ্দিন নাজির-এর কিশোর ক্ল্যাসিক ব্ল্যাক বিউটি।
অক্ষর প্রকাশনী মেলায় এনেছে শামসুর রহমান-এর নির্বাচিত ৩০০ কবিতা ও মেহেরুন নেসা ইসলাম-এর মহান জাতির মহান পিতা।
গৌরব প্রকাশন বের করেছে হাসানুর রশীদ-এর উপন্যাস ঘানিঘরের শব্দ। এপি/