শহিদ মিনারের স্রোত নামছে বইমেলায়
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি আজ ২১ শে ফেব্রুয়ারি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শেষে অনেকেই সরাসরি চলে আসছেন বাংলা একাডেমির বইমেলায়। যে কারণে এক কথায় বলা যায়, কেন্দ্রীয় শহিদ মিনারের জনস্রোত নামছে বইমেলায়।
অন্যান্যবারের মতো এবারও এমনটা হবে- এই প্রত্যাশা ছিল লেখক, প্রকাশক ও আয়োজকদের। সেজন্যে আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বইমেলা খুলে দেওয়া হয়। চলবে রাত ৯টা পর্যন্ত।
এ বিষয়ে জানতে চাইলে চারুলিপি প্রকাশনের ম্যানেজার মাসুদ পারভেজ ঢাকাপ্রকাশকে বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজ সকাল ৮টা থেকে মেলা শুরু হয়েছে। তবে প্রথম দুই ঘন্টা বলা যায় মেলা ফাঁকাই ছিল। বলতে পারেন ক্রেতা-দর্শনার্থী আসতে শুরু করেছে ১১টার দিকে। এখন বাড়ছে।বিক্রি ভালোই হচ্ছে। বিকাল থেকে আশা করছি ভালোই হবে।
অন্বেষা প্রকাশের আকাশ বলেন, সকাল ৮টা থেকে বিক্রি ভালো ছিল তা নয়। তবে বেলা বসড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-দর্শনার্থী বাড়ছে। বেলা ৩টার দিকে শুরু হয়ে বিকালে-সন্ধ্যায় মূল স্রোতটা নামবে মনে হয়।
আকাশ আরও বলেন, সকালে যারা ঘর থেকে বের হয়েছেন, তারা এখন হয়তো ঘরে ফিরে যাবেন, বিকালে আবার বের হবেন। আর অনেকে দুপুরে বাসায় খেয়ে মূলত বেরই হবেন বিকালে। সব মিলে বিকালেই মেলায় মানুষ বেশি হবে।
এমএ/কেএফ/