বৃষ্টিদিনেই এলো রবীন আহসানের ‘এই খুনের শহরে একদিন বৃষ্টি হবে’
রবিবার (২০ ফেব্রুয়ারি) : বসন্ত দিনে হঠাৎ শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। মেলায় ঘটেছে ছন্দপতন। বিপাকে পড়েছেন প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মী, পাঠক-দর্শনার্থীরা।
শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবীন আহসানের জন্য দিনটি ছিল অন্যরকম। কবি হিসেবে অভিষিক্ত হচ্ছেন তিনি। এত দিন যার পরিচয় ছিল ছড়াকার, প্রকাশক, সংগঠক।
‘এই খুনের শহরে একদিন বৃষ্টি হবে’ বই প্রসঙ্গে রবীন আহসান বলেন, ‘‘সে এক রহস্যময় দুঃসময়। কিছুদিন পরপর বিরতি দিয়ে খুন হচ্ছে লেখক-প্রকাশক-ব্লগার। রাজপথ থেকে টেলিভিশন, টক-শো থেকে পত্রিকার কলাম, সর্বত্র চলছে প্রতিবাদ। যারা তখন প্রতিবাদ করছে তাদের ওপর চলছে হত্যার হুমকি। এরকম খুনের শহরে একদিন মধ্যরাতে লেখা হয় কবিতাটি ‘এই খুনের শহরে একদিন বৃষ্টি হবে’। কবিতাটি ফেসবুকে প্রকাশের মুহূর্ত থেকেই অনলাইনে ভাইরাল হয়ে যায়। সেই কবিতাসহ কয়েকটি কবিতা নিয়েই আমার প্রথম বই প্রকাশিত হলো।’’
বোদ্ধাদের মতে, রবীন আহসানের এই কবিতা আদতে বাংলা কবিতার ধারাবাহিকতার ফসল। এই কবিতার বইয়ে আছে তার সময়ের প্রেম-দ্রোহ আর স্বপ্নের জাল। পাঠক হয়তো খুঁজে পাবেন নতুন সময়ের কিছু ভালো কবিতা।
বইটির দাম ১৩৪ টাকা। বইমেলায় ২৫% ছাড়ের পর দাম ১০০ টাকা। অমর একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীর স্টলে পাওয়া যাবে বইটি।
এপি/