নেত্রকোনা ট্র্যাজেডি দিবসে কেন্দ্রীয় উদীচীর স্মরণ অনুষ্ঠান
নেত্রকোনা ট্র্যাজেডি দিবসে নিহত স্বজনদের স্মরণ করলো কেন্দ্রীয় উদীচী। বুধবার (৮ ডিসেম্বর) বিকাল ৫ টায় তোপখানা রোডের উদীচী চত্ত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শহীদ স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে প্রথমেই কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় । ফুল দিয়ে আরো শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), উদীচী ঢাকা মহানগর সংসদ, গার্মেন্ট শ্রমিক টিইউসি, বাংলাদেশ যুব ইউনিয়ন, উদীচী গেন্ডারিয়া শাখা । শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে ১ মিনিট নিরবতা পালন করা হয় ।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচীর সহ-সভাপতি প্রবীর সরদার। বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহ- সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য বিজন রায়, উদীচী ঢাকা মহানগরের সভাপতি নিবাস দে, নেত্রকোনা জেলা সংসদের সংগঠক জয়শ্রী বীথি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ- সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
বক্তারা বলেন, শাসক শ্রেণি লুটপাট ও শোষণের সার্থে রাজনীতিতে ধর্মের ব্যবহার করছে এবং ধর্মীয় উগ্রগোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করছে। উদীচী মানুষের পক্ষে সাংস্কৃতিক কর্মকান্ড করে বলে বার বার এমন হামলার শিকার হচ্ছে।
আলোচনা পর্বের পরে একক সঙ্গীত পরিবেশন করে সোনিয়া আকতার ও তৌহিদা স্বাধীন। আবৃত্তি পরিবেশন করেন উদীচীর সহ- সভাপতি বিশিষ্ট আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন, উদীচী আবৃত্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সুমন ও কেন্দ্রীয় সদস্য শিখা সেন গুপ্তা। নৃত্য পরিবেশন করেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সদস্য বেনজীর আহমদ লিয়া।
২০০৫ সালে উদীচী নেত্রকোনা জেলা সংসদের কার্যালয়ের সামনে ধর্মীয় উগ্রগোষ্ঠীর আত্মঘাতী বোমাহামলায় উদীচীর সহ- সাধারণসম্পাদক গণসঙ্গীত শিল্পী খাজা হায়দার হোসেন ও সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলী সহ ৮ জন নিহত হয়। প্রতি বছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে।
এপি/এনজে