নতুন বই
৬ষ্ঠ দিনে এলো ৮৯টি
অমর একুশে বইমেলার ষষ্ঠ দিন রবিবার (২০ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ৮৯টি। এর মধ্যে গল্প ৭টি, উপন্যাস ১১টি, প্রবন্ধ ৬টি, কবিতা ২৪টি, গবেষণা ১টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ২টি, জীবনীগ্রন্থ ৪টি, মুক্তিযুদ্ধবিষয়ক ৩টি, ইতিহাসবিষয়ক ৩টি, সায়েন্স ফিকশন ৪টি রয়েছে।
বাংলা একাডেমি প্রকাশ করেছে মুহম্মদ নূরুল হুদা’র ‘মহানবী’ ও শাহ্জাহান কিবরিয়া’র ‘জাতির পিতা বঙ্গবন্ধু’।
এহ্সানুল ইসলাম-এর কম্পিউটার প্রোগ্রামিং ‘সহজ ভাষায় অ্যালগরিদম’ এনেছে আদর্শ।
মহাদেব সাহা’র কবিতার বই ‘সুন্দর, তোমারই হাতে তুলে দেবো সব’, পদ্মনাভ অধিকারী’র উপন্যাস ‘তিন পাণ্ডা’ এবং বিপাশা মন্ডল-এর ‘এক কুড়ি, ভূতের গল্প’ প্রকাশ করেছে বিভাস।
ড. মুহাম্মদ সিদ্দিক-এর ‘পর্তুগালে মুসলিম ঐতিহ্য ও প্রাচ্যে পর্তুগিজ’ এবং মো. রুহুল আমিন-এর ‘ইতিহাসের সেইসব নিষ্ঠুর মানুষেরা’ বের করেছে শিরীন পাবলিকেশন্স।
বিশ্বজিৎ ঘোষ-এর প্রবন্ধ ‘সাহিত্যে নারীর মুখ ও অন্যান্য’ এনেছে গ্রন্থকুটির।
গোলাম নবী মিঠু’র ১৯৭১-এর মুক্তিযুদ্ধ আমরা দুজন মুক্তিসেনা এনেছে শিরীন পাবলিকেশন্স।
কথাপ্রকাশ মেলায় এনেছে জাহানারা পারভীন-এর প্রফেট ও জিবরান, মুহিত হাসান-এর ১০০ লেখক রঙ্গ, ওয়াসি আহমেদ-এর ছোটোগল্প শিশিযাপন এবং আবু মো. দেলোয়ার হোসেন-এর করোনাকালীন ভাবনায় সেকাল-একাল।
অবনী মোহন-এর কাব্যগ্রন্থ স্বাধীনতার সাতকাহন এবং অবনী মোহন-এর কাব্যগ্রন্থ কাশফুলে দিগন্ত বের করেছে গাঙচিল প্রকাশন।
সময় প্রকাশন মেলায় এনেছে বিশ্বজিৎ দাস-এর সায়েন্স ফিকশন গুলটুস এবং জসীম আল ফাহিম-এর সায়েন্স ফিকশন এলিয়েন ইটু বিটু টিটু।
ফরিদা ইয়াসমিন নারগিস-এর উপন্যাস তিনরত্ন বের করেছে জ্ঞান বিতান।
দিব্যপ্রকাশ এনেছে আবু সাঈদ খান-এর ধর্ম বিষয়ক বই ‘প্রচলিত ও প্রকৃত ইসলাম : একটি পর্যালোচনা’।
রকিবুল হাসান-এর কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র বের করেছে আদর্শ।
সুকুমার সুর রায়-এর গল্প ‘সোনার হরিণ’ ও ‘আমি কে?’ বের করেছে বিভাস।
সাধনা সরকার-এর কাব্যগ্রন্থ খোলস বের করেছে গাঙচিল প্রকাশন।
মাসুদ রানা-এর গবেষণাগ্রন্থ ‘বঙ্গভঙ্গ রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রাজনীতি’ ও শাহ্জাহান মানিক-এর ‘মানব কল্যাণে মুসলিম বিজ্ঞানীদের অবদান’ বের করেছে উত্তরণ।
আগামী প্রকাশনী বের করেছে অধ্যাপক ডা. কামরুল হাসান খান-এর ‘৯০-এর গণ-অভ্যুত্থানে শহীদ ডা. মিলন’, ননী গোপাল সরকার-এর ‘১৯৭১ : শরণার্থী জীবনের স্মৃতি’, ড. ডি. এম. ফিরোজ শাহ্-এর ‘উপমহাদেশের স্বাধীনতা-আন্দোলন’, মোনায়েম সরকার-এর ‘শেখ হাসিনা তোমার প্রকাশ হোক সূর্যের মতন’ বিধান চন্দ্র পাল-এর ‘প্রাণ ও প্রাণী’, হাবিবুল্লাহ ফাহাদ-এর ‘দুই ভাষাসংগ্রামীর মুখোমুখি: আহমদ রফিক ও রফিকুল ইসলাম’ ও মমতাজ লতিফ-এর ‘শিশুর মন ও শিক্ষা’।
মুফতি গোলাম রাজ্জাক কাসেমী-এর প্র্যাক্টিসিং মুসলিম সোসাইটি এবং হাসান রাউফুন-এর মহানবীর যুদ্ধজীবন প্রকাশ করেছে শব্দাঙ্গন।
তওফিক মাহবুব চৌধুরী-এর শিক্ষামূলক গল্প ‘বক্তৃতার গল্প’ এনেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।
মো. নূরুল আলম সেলিম মিয়াজী-এর কবিতার বই ‘বুনো কিশোরী’ বের করেছে মুক্তভাব ফাউন্ডেশন।
শাহীন রেজা রাসেল-এর কবিতার বই ‘নিষিদ্ধ হবার পর’ এবং গুরুপ্রসাদ দেবশীষ সম্পাদিত ‘শিল্পী সংগ্রামী কমরেড ভবতোষ চৌধুরী জীবন, কর্ম ও সংগীত নিয়ে স্মারকগ্রন্থ’ বের করেছে মূর্ধন্য।
মোখলেস মুকুল-এর উপন্যাস ‘অতঃপত করোনা’ বের করেছে মৃদুল প্রকাশন।
শ্রাবণ প্রকাশনী এনেছে সুদীপ্তা ঘোষ-এর ‘একাত্তরের গল্পগাথা’ ও পাওলো কোয়েলহো’র উপন্যাস ‘দ্য অ্যালকেমিস্ট’।
বিদ্যাপ্রকাশ বের করেছে ফারহানা মোবিন-এর স্বাস্থ্যবিষয়ক ‘সুস্থ থাকি’, রাবেয়া রব্বানী-এর গল্প ‘ইহা হয় ঢাকা’ এবং তাসলিমা জামান পান্না’র উপন্যাস ‘কোথায় হারারে শ্যাম’।
অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী ‘দেহের স্বাস্থ্য রক্ষায় মুখের যত্ন’, দিলরুবা আনাম-এর কবিতার বই ‘জারুল বনে ডাকে আমায়’, মহল অমরাবতী’র কবিতার বই ‘বিলাপের দীপাবলি’, নাদিরা বেগম-এর কবিতার বই ‘স্বপ্নছোঁয়া’, ওয়াসীম হক সম্পাদিত ‘হৃৎকমলের পরিভ্রমণ’ এনেছে চয়ন প্রকাশন।
অনিন্দ্য প্রকাশ মেলায় এনেছে আহমদ রফিক-এর প্রবন্ধ ‘রবীন্দ্রনাথ হিন্দু মুসলমান সম্পর্ক ও কাব্যে আধুনিকতা’, খান মুহাম্মদ রুমেল-এর কবিতার বই ‘নন্দিত অন্ধকারে’, সাদিয়া তাজবীর-এর কবিতার বই ‘রংধনু আবেগ’, রেদোয়ান মাসুদ-এর উপন্যাস ‘তুষানল’ এবং মোশতাক আহমেদ-এর মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘গেরিলা বাবুল’।
চন্দন চৌধুরী সম্পাদিত ‘লেখার ইশকুল আঁকার ইশকুল’ ও ‘আপন কথা : স্কুলবেলা পাঠবেলা’ বের করেছে টাপুর টুপুর।
বেহুলা বাংলা বের করেছে সালেহ আহমেদ-এর উপন্যাস ‘নায়লা নীলিমা উপাখ্যান’।
রাজুব ভৌমিক-এর কাব্যগ্রন্থ ‘তুমি কি আমায় ভালবাসবে?’ ও আসলাম সানী’র গল্পগ্রন্থ ‘ঢাকাইয়া গল্পগুলো’ বের করেছে কিংবদন্তী পাবলিকেশন।
ড. নাহিদ ফেরদৌসী’র ‘শিশুকিশোর অপরাধ আইন’ ও জাহানারা তোফায়েল-এর কবিতার বই ‘বসন্তরাগে’ বের করেছে পিয়াল প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স।
এপি/