পাঠক ভোলানো ব্যবসা নেই আলম শাইনের বইমেলাতে
আলম শাইনের নাম অনেকের জানা। তিনি নিয়মিত লেখালেখি করেন। বিভিন্ন দৈনিক, সাহিত্যের কাগজে ছাপা হয়। এবার এই কথাসাহিত্যিক, কলাম লেখক ও বন্যপ্রাণী লেখকের তিনটি বই বেরিয়েছে বইমেলায়। ‘লাল সংকেতে জলবায়ু’, ‘বনবিহারী’ ও ‘হাজাম’। জলবায়ু ও পরিবেশের ‘লাল সংকেতে জলবায়ু’ প্রকাশক ‘স্টুডেন্ট ওয়েজ’। ৫০টি প্রবন্ধ আছে। প্রথম শ্রেণির জাতীয় দৈনিকের সম্পাদকীয়তে ছাপা লেখাগুলোকে সব পাঠকের জন্য মলাট বন্দী করে রাখলেন আলম শাইন। প্রচ্ছদ কাব্য কারিম, পৃষ্ঠা ১৮৪, দাম ৩ শ। ‘বনবিহারী’ প্রকৃতিপ্রেম। প্রকৃতিপ্রেমী পাঠকদের উপযোগী লেখা। তার ১৭তম বই, ধারাবাহিক ছাপা হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। খুব সুন্দর পটভূমি, নিঝুম দ্বীপ। কাব্যিক সূচনা, আছে আরো চমক। উত্তম পুরুষে রচিত। উপন্যাসটিতে প্রকৃতি বন্দনায় গহিন জঙ্গলে ঘটা নানা রোমহর্ষক ঘটনাবলীর সাক্ষী মায়া রাণী-একটি মাদি হাতি। দ্বীপবনে পোষা মায়া রাণী ছাড়া চলাফেরা খুব ঝুঁকির। হিংস্র বুনো কুকুর ও বন্য মহিষের যত্র, তত্র বিচরণে বনচারীদের বিচলিত থাকতে হয় সর্বক্ষণ। এ বুঝি প্রাণ যায়! পশুপাখির এই দ্বীপ বনের বিশেষ আকর্ষণ বনজ্যোৎস্না। সব জানতে হলে পড়তে হবে ‘বনবিহারী’। নৈসর্গিক বর্ণনার মায়াজালে হারিয়ে যেতে থাকবেন। লেখকের বর্ণনা ও উপন্যাসের চরিত্রগুলোকে প্রকৃতির প্রতি বিমোহিত হতে দেখে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’ ও বুদ্ধদেব গুহের ‘কোয়েলের কাছে’র কথা মনে পড়ে যায়। মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হচ্ছে। প্রচ্ছদ ধ্রুব এষ। ১শ ৪৪ পাতার উপন্যাসের দাম ২শ ৭৫ টাকা।
আলম শাইন জানিয়েছেন, ২০০৫ সালে বইটির নাম ছিল ‘ওস্তা’, একটি আঞ্চলিক শব্দ। গ্রামগঞ্জে হাজামদেরকে এ নামে ডাকা হয়। আঞ্চলিক ভাষা বলে গ্রন্থটি সম্পর্কে ধারণা নিতে পারলেন না অনেকে। ফলে দ্বিতীয় মুদ্রণে পরিবর্ধন ও পরিমার্জন করে ঠিকঠাক উপন্যাস বের করলেন-‘হাজাম’। ওস্তার প্রথম অধ্যায় জনকন্ঠের বিশেষ আয়োজনে ৬ আগস্ট ২০০৪ সালে ‘ওস্তা’ শিরোনামে ছাপা হয়েছে। সে বছরের কলকাতার সাহিত্য পত্রিকা ‘উদ্দালক’-এ সম্পূর্ণ উপন্যাসটি ছাপা আছে। উদ্দালক সম্পাদকীয় করেছে, ‘হাজাম সম্প্রদায় নিয়ে ইতোপূর্বে আর কোন উপন্যাস লেখা হয়েছে বলে আমাদের জানা নেই। নকিবগিরি করা সম্পাদকের উদ্দেশ্য নয়। পাঠক ভোলানো ব্যবসা উদ্দালক করে না। বৈচিত্র্য ও অভিনবত্বের কথাটি বলবার দায় থেকেই এ কথাগুলোর অবতারণা। গ্রহণ-বর্জন পাঠকের নিজস্ব ব্যাপার।’ উপন্যাসটি প্রকাশ করেছে ‘নওরোজ সাহিত্য সম্ভার’। প্রচ্ছদ করেছেন জর্জ হায়দার। ১শ ২৪ পাতা, মূল্য ২শ ৫০ টাকা।
ওএস।