শহিদ অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব স্মরণে একক বক্তৃতানুষ্ঠান
বাংলা একাডেমি মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রখ্যাত দার্শনিক শহিদ অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব স্মরণে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহিদ অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন একজন মানবতাবাদী মহান দার্শনিক। ধর্ম-বর্ণ নির্বিশেষে বৃহৎ মানবের মঙ্গলের জন্য নিবেদিত ছিল তাঁর দর্শনচিন্তা। যুক্তিবিজ্ঞান, অসাম্প্রদায়িক মূল্যবোধ এবং চিন্তার স্বাধীনতা ছিল তাঁর দর্শনভাবনার মূলে। আমৃত্যু মানবতাবাদী দর্শনের ধারক ও বাহক অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর মানবতাবিরোধী হত্যাযজ্ঞের লক্ষ্যবস্তু হয়ে প্রাণ বিসর্জন দেন। বাংলাদেশের আপামর মানুষের কাছে তিনি চিরদিন অমর হয়ে থাকবেন।
অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন একাডেমির সচিব এএইচএম. লোকমান। বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার রায়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘শহিদ অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব তাঁর জীবনব্যাপী সাধনায় মানবদর্শনের রূপরেখা আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। এখন আমাদের উচিত তাঁর দর্শনভাবনায় প্রাণিত হয়ে মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করা; তাহলেই তাঁর পবিত্র আত্মা শান্তি লাভ করবে।’
এপি/