বইমেলা নিয়ে প্রকাশকদের সঙ্গে বসছে বাংলা একাডেমি
অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশকদের সঙ্গে বসছে বাংলা একাডেমি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলা একাডেমিতে আয়োজিত সভায় দুই প্রকাশক সমিতির কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সভায় বইমেলা আয়োজনের ব্যাপারে আলোচনা হবে বলে জানা গেছে।
বায়ান্ন’র মহান ভাষাশহিদদের স্মরণে প্রতি বছর ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমির আয়োজনে মাসব্যাপী অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়নি। মেলা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির গত ২৫ জানুয়ারির সভা থেকে একুশে বইমেলা আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
বইমেলা কবে শুরু হবে এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সোমবার (৩১ জানুয়ারি) ঢাকাপ্রকাশকে তিনি জানিয়েছেন, কাল-পরশু’র মধ্যে মেলা অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত পাওয়া যেতে পারে।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক খান মাহবুব ঢাকাপ্রকাশকে জানিয়েছেন, বৈঠকের জন্য তিনি বাংলা একাডেমি কর্তৃপক্ষের আমন্ত্রণ পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কর্মকর্তাদেরও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে জানা গেছে, বইমেলা আয়োজনের ব্যাপারটি এখন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। মেলা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের মতামতে ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে বলে জানান গেছে।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বইমেলার সময়সীমা ১৫ দিন কমতে পারে বলে ধারণা পাওয়া গেছে। সে ক্ষেত্রে বইমেলা ১৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে ধরে নিয়ে বাংলা একাডেমির প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এপি/