৭২ বছর পর বেরুচ্ছে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের বই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তী শিক্ষক জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাকের লেখা বই অবশেষে বের হচ্ছে। ৭২ বছর আগে রচিত ‘পলিটিকাল পার্টিস ইন ইন্ডিয়া’ শীর্ষক পিএইচডি থিসিস গ্রন্থাগারে প্রকাশ করছে প্রকাশনা সংস্থা ইউপিএল।
অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে রচিত অনেকগুলো বই থাকলেও তাঁর নিজের লেখা কোনো বই ছিল না।
আব্দুর রাজ্জাক পিএইচডি থিসিসের জন্য বিশ্ববিখ্যাত ‘লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স’-এ ভর্তি হন। সেখানে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড জে লাস্কি আব্দুর রাজ্জাকের গবেষণাকাজের তত্ত্বাবধানে সম্মত হন। কিন্তু হ্যারল্ড জে লাস্কি আকস্মিক মারা গেলে এবং পরবর্তী তত্ত্বাবধায়কের সঙ্গে ‘Political Parties in India’ শীর্ষক গবেষণা কর্ম নিয়ে মতৈক্য না হওয়ায় তিনি থিসিস জমা না দিয়েই দেশে ফিরেছিলেন।
৭২ বছর আগে রচিত ‘Political Parties in India’ শীর্ষক পিএইচডি থিসিস নিয়ে কৌতূহলী পাঠক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক, ইতিহাসবিদ ও বুদ্ধিজীবী মহলে আগ্রহ ও অশেষ কৌতূহল রয়েছে। থিসিসটি এবারই প্রথম ইউপিএল গ্রন্থাকারে প্রকাশ করেছে।
গ্রন্থটির সম্পাদনা করেছেন আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস স্টেট ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক আহরার আহমদ। বইয়ের মুখবন্ধ লিখেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর ভিজিটিং ফেলো অধ্যাপক রওনক জাহান।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর বেঙ্গল শিল্পালয় বইটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখবেন- লেখক ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমর, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর চেয়ারম্যান রেহমান সোবহান, মানবাধিকার কর্মী ও গবেষক হামিদা হোসেন, রাষ্ট্রবিজ্ঞানী ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর ভিজিটিং ফেলো রওনক জাহান, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক, দৈনিক ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইতিহাসবিদ ও লেখক মুনতাসীর মামুন, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর অধ্যাপক সলিমুল্লাহ খান, যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস স্টেট ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ও জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক অধ্যাপক আহরার আহমদ এবং জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজ আবুল খায়ের লিটু। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেবেন দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহ্রুখ মহিউদ্দীন।
অনুষ্ঠানটি জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ফেসবুক পেজ (https://www.facebook.com/garfbangladesh) থেকে এবং ইউটিউব (https://www.youtube.com/channel/UCkdU9JF9dzjywe8nmLCxvXg) চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
এপি/